রাশিয়া ও ইরানের মতো দুই খেলোয়াড়কে হটিয়ে সিরিয়ায় বাজিমাত করেছে তুরস্ক। কিন্তু রিসেপ তায়েপ এরদোয়ানের সাফল্যের ফল খাচ্ছে অন্য আরেকটি দেশ। আর সেই দেশ হলো ইসরায়েল। সিরিয়া থেকে বাশার আল আসাদ পালানোর সঙ্গে সঙ্গেই ইসরায়েল নিজের আসল চেহারা দেখাতে শুরু করে। নিজেদের দখলে নেয় গোলান মালভূমির কৌশলগত অঞ্চল। আর সরকারবিহীন সিরিয়ার একেবারে প্রাণকেন্দ্রের কাছাকাছিও পৌঁছে যায় তারা।
তুরস্ক যখন সিরিয়ায় মার্কিন মদদপুষ্ট বিদ্রোহীদের নিয়ে মগ্ন, ঠিক তখন ভয়ঙ্কর এক খেলায় মেতেছে ইসরায়েল। বিভিন্ন ইস্যুতে গ্রিসের সঙ্গে তুরস্কের দীর্ঘ দিনের বিরোধ। এবার সেই গ্রিসের সঙ্গেই হাত মেলাচ্ছে ইসরায়েল। সম্প্রতি গ্রিস ও ইসরায়েল একটি দ্বিপাক্ষিক চুক্তি সই করেছে। এই চুক্তির কারণে আঞ্চলিক জ্বালানি খাতে গতিশীলতা আসবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সবচেয়ে বেশি লাভবান হবে ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলীয় দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন। গ্রিসের পরিবেশ ও জ্বালানিমন্ত্রী থোডোরোস স্কাইলাকাকিস ও ইসরায়েলের জ্বলানি ও অবকাঠামোমন্ত্রী এলি কোহান ওই চুক্তি সই করেন।
এই চুক্তির মাধ্যমে গ্রিস হয়ে ইসরায়েল থেকে ইউরোপীয় ইউনিয়নে যাবে গ্রিন ইলেকট্রিসিটি। গেল মাসেই এই চুক্তি সই হওয়ার কথা ছিল। কিন্তু লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কারণে তা পিছিয়ে যায়।
মন্তব্য করুন