ক্যানসার প্রতিরোধের জন্য একটি নতুন টিকা তৈরি করেছে রাশিয়া, যা শিগগিরই বিনামূল্যে রোগীদের মধ্যে বিতরণ করা হবে।
রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপরিন এই তথ্য দিয়েছেন। তিনি জানান, আমরা আশা করছি ২০২৫ সালের শুরুর দিকে এই টিকাটি জনগণের জন্য উন্মুক্ত করতে পারব।
রোববার (১৫ ডিসেম্বর) রাশয়ান সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, এই টিকাটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে আধুনিক ম্যাসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি। যা ক্যানসার কোষগুলোকে ধ্বংস করতে সাহায্য করবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে টিকা মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষণ দেয়, যা ক্যানসার সৃষ্টির জন্য দায়ী কোষগুলোকে সরিয়ে ফেলে।
রাশিয়ার শীর্ষস্থানীয় ক্যানসার গবেষণা কেন্দ্রগুলো মিলিতভাবে এই টিকার গবেষণা ও উন্নয়ন করেছে। গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলিজি অ্যান্ড মাইক্রোবায়োলজি টিকার মেডিকেল ট্রায়াল পরিচালনা করেছে।
ট্রায়ালে দেখা গেছে, এই টিকা টিউমার তৈরি হওয়ার এবং ক্যানসার কোষ শরীরের অন্য জায়গায় ছড়িয়ে পড়ার বিরুদ্ধে বেশ কার্যকরী।
এর আগে রাশিয়া করোনা মহামারি চলাকালে ‘স্পুটনিক’ নামে বিশ্বের প্রথম করোনার টিকা তৈরি করে ছিল, যা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করা হয়েছে।
রাশিয়ার নতুন এই ক্যানসার টিকাটি ক্যানসারের চিকিৎসার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এবং এর মাধ্যমে বিশ্বে ক্যানসার প্রতিরোধে নতুন আশা সৃষ্টি হতে পারে।
মন্তব্য করুন