কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন ‘বি-৫২ বোমারু বিমান’ আটকে দিল রাশিয়া

বি-৫২ বোমারু বিমান। ছবি : সংগৃহীত
বি-৫২ বোমারু বিমান। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমানের পথ আটকে দিল রাশিয়ার যুদ্ধবিমান। বাল্টিক সাগরসংলগ্ন রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের কাছে যুক্তরাষ্ট্রের দুটি বি-৫২ বোমারু বিমান রাশিয়ার যুদ্ধবিমানের বাধার মুখে পড়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, সোমবার যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার সময় এ ঘটনা ঘটে।

বাল্টিক সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুটি ফিনল্যান্ডের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। এই মহড়ার একপর্যায়ে সেগুলোকে বাধা দেয় রাশিয়ার দুটি সু-২৭ যুদ্ধবিমান। যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ড দুই দেশই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের ১ হাজার ৩৪০ কিলোমিটারের সীমান্ত রয়েছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা চালায়। এর পাল্টা জবাবে মস্কো ইউক্রেনের বিভিন্ন স্থানে মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই প্রেক্ষাপটে সোমবারের ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার যুদ্ধবিমানের বাধা দেওয়ার ধরন সামরিকভাবে পেশাদার ছিল এবং তা নিরাপদ বলেও মনে হয়েছিল। সে জন্য বাধা পেয়েও যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো পূর্বপরিকল্পিত পথ পরিবর্তন করেনি।

ফিনল্যান্ডের বিমানবাহিনী জানিয়েছে, এই মহড়া তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত করতে পরিচালিত হয়েছে। এ মহড়ার বিষয়ে ফিনল্যান্ডের বিমানবাহিনী রয়টার্সকে একটি বিবৃতি দিয়েছে। তবে মহড়ার সময় রাশিয়ার বাধা দেওয়ার বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এর পরের বছর ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদ লাভ করে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ফিনল্যান্ড কিয়েভের প্রতি শক্ত সমর্থন দিয়ে আসছে। ইউক্রেনের পাশে থাকা পশ্চিমা দেশগুলোর সঙ্গে ফিনল্যান্ডের এই যৌথ মহড়া রাশিয়ার সঙ্গে উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ডিএমপি কমিশনারের আর্থিক সহায়তা

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান তিতাসের 

আমেরিকান দূতাবাসে পৌঁছেছেন খালেদা জিয়া

আইনজীবী হত্যা : বিদেশি গণমাধ্যমের প্রতিবেদন নিয়ে সিএমপির বিৃবতি

লেবাননের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে ইরানের প্রতিক্রিয়া

হঠাৎ জর্ডান সীমান্তে গর্ত খুঁড়ছে ইসরায়েলি সেনাবাহিনী

কুষ্টিয়ায় টিসিবি পণ্য কিনতে গিয়ে প্রাণ গেল দুই নারীর

কিছু মানুষ জাতিকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে : মির্জা ফখরুল

মিতু হত্যা মামলা / বাবুল আক্তারের জামিন

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ৩০

১০

চিঠির সঙ্গে বিপদ ডেকে আনছেন না তো?

১১

ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন

১২

প্রকাশ্যে এসেই ৫২ প্রস্তাব দিলেন শাবিপ্রবি শিবিরের সভাপতি-সেক্রেটারি

১৩

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু, বয়স কত?

১৪

‘আমার বাবা নির্দোষ, আমার বাবার চাকরি ফেরত চাই’

১৫

চাঁদাবাজির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

১৬

চীন যাচ্ছেন জামায়াতসহ কয়েকটি ইসলামী দলের নেতারা

১৭

সচিবালয়ে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

১৮

চট্টগ্রাম আদালতের কার্যক্রম বন্ধ

১৯

আইনজীবী হত্যার ভিডিও দেখে আটক ৬ : প্রধান উপদেষ্টার কার্যালয়

২০
X