কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৯:১০ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১০:১৭ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প জিতলে জেলেনস্কির কী হবে

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

সামরিক শক্তিতে বিশ্বের অন্যতম পরাশক্তির দেশ রাশিয়া। পুতিনের এক তুড়িতেই হার মানার কথা ছিল ইউক্রেনের। কিন্তু ২ বছর ৮ মাস ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে কিয়েভ। কারণ, পেছনে থেকে অস্ত্র দিয়ে যুদ্ধটা দীর্ঘ করছে পশ্চিমারা। আর সে কাজে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা।

মঙ্গলবার নতুন প্রেসিডেন্ট বেছে নেবেন মার্কিনিরা। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জিতলে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কপাল পুড়তে পারে বলে ধারণা করছেন অনেকে। কারণ, কিছু একটা করে রাবনের চিতার মতো জ্বলতে থাকা যুদ্ধটা থামিয়ে দেওয়ার কথা বলেছেন ট্রাম্প।

ট্রাম্প যুদ্ধ থামাতে চান। এ জন্য তার কাছে আছে সম্ভাব্য তিনটি পথ। প্রথমত, ইউক্রেনের কিছু অংশ রাশিয়াকে দিয়ে কিয়েভকে ফ্রন্ট লাইন থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য করতে পারেন ৭৮ বছর বয়সী ট্রাম্প।

দ্বিতীয়ত, যুদ্ধ থামাতে জেলেনস্কির দেশের প্রতি সমর্থন তুলে নিতে পারেন দ্বিতীয় মেয়াদে আমেরিকার ক্ষমতায় যাওয়া ট্রাম্প। এ জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করে দেবেন তিনি। কিয়েভে যাবে না অস্ত্রভর্তি জাহাজ কিংবা কার্গোর কোনো চালান। তখন, নিজ থেকে হাতগুটিয়ে নিতে বাধ্য থাকবে ইউক্রেন।

তৃতীয়ত, ভোট টানতে যুদ্ধ থামানোর কথা বললেও রাজনীতির নানা মারপ্যাঁচে ট্রাম্প হয়তো তার কথা না-ও রাখতে পারেন। উল্টো কিয়েভকে আরও সহায়তা দিতে পারেন তিনি। যেন হারানো সব অঞ্চলের দখল ফিরে পায় ইউক্রেন এবং রাশিয়াকে পরাজিত করতে পারে।

বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রনকে একেবারে সহায়তা বন্ধ করে দেওয়া এবং অতিরিক্ত সহায়তা দিয়ে রাশিয়াকে পরাজিত করে যুদ্ধ বন্ধ করা বাস্তবসম্মত নয়। তাই, ট্রাম্প যেটা করতে পারেন, তা হচ্ছে- রাশিয়ার কাছে কিছু অঞ্চল ছেড়ে দিয়ে যুদ্ধটাকে থামিয়ে দেওয়া।

কিন্তু প্রশ্ন তো থেকেই যায়, এটা হলেই কী সব শেষ, আবারও কী যুদ্ধে জড়িয়ে পড়বে না দুই দেশ? জবাবটা সহজ নয়। তবে বিশ্লেষকদের মত, দুই কোরিয়ার মতো সীমান্তে যৌথ নিরাপত্তা কমিশন রাখা যেতে পারে। যেখানে সীমান্তের একপাশে রুশ ও অপর পাশে থাকবে ইউক্রেনীয় সেনারা। মাঝখানে বাফার জোন তৈরি করে সেখানে নিযুক্ত করা হবে জাতিসংঘের অধীনে পৃথক একটি কমিশনের পর্যবেক্ষক দলকে। যারা সীমান্তে উত্তেজনা বা উসকানির জন্য দোষীদের চিহ্নিত ও প্রতিবেদন দেবে। যেমনটা পানমুনজমে দুই কোরিয়ার মধ্যে হয়ে আসছে।

যদিও, উপরের সবগুলোই সম্ভাবনার কথা, কনক্রিট কোনো পরিকল্পনা বা সিদ্ধান্ত নয়। আগামীর ঘটনাপ্রবাহ কোন দিকে যাবে, কিংবা কী ঘটবে, তা নির্ভর করছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ওপর।

মঙ্গলবারের নির্বাচনে যদি রিপাবলিকান শিবির থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে ঘটতে পারে এর কোনো একটা। আর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস যদি হন হোয়াইট হাউসের বাসিন্দা তবে, যুদ্ধটা চলতে থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সূর্য উঠার আগেই জনসমুদ্রে পরিণত হয় সোহরাওয়ার্দী উদ্যান

চুরির অভিযোগে দুই যুবককে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর, ভিডিও ভাইরাল

গাজীপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা অবস্থান কত?

পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো খাগড়াছড়ি

আবারও ইনজুরিতে নেইমার!

বিশ্বের যেসব দেশে কোনো সেনাবাহিনী নেই

হাসপাতাল থেকে বাড়ি ফিরে শোনেন মেয়ে আত্মহত্যা করেছে

যুক্তরাষ্ট্রে ভোট শুরু কখন, কবে জানা যাবে ফল?

পাহাড় কাটা নিয়ে কালবেলায় সংবাদ প্রকাশ, একদিন পর অভিযান

১০

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩ 

১১

সাকিবের বোলিং অ্যাকশন পরীক্ষার তারিখ ঘোষণা

১২

কেরানীগঞ্জে সাংবাদিককে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

১৩

রাবি ছাত্রলীগের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৪

চাকরিচ্যুত করা হলো ৬০০ পুলিশ কর্মকর্তাকে

১৫

টিভিতে আজ দেখা যাবে যেসব খেলা

১৬

ম্যানেজার নেবে বিকাশ, থাকছে না বয়সসীমা 

১৭

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

১৮

ট্রাম্প জিতলে জেলেনস্কির কী হবে

১৯

নারী ও শিশুদের সুরক্ষায় / পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপানের স্থান রাখার বিধান বাতিলের আহ্বান

২০
X