ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে অংশগ্রহণ করার জন্য অন্তত ১০ হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। গত কয়েক সপ্তাহে এসব সেনা রাশিয়ায় পৌছেছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন। পেন্টাগন আশঙ্কা প্রকাশ করে বলেছে, ইউক্রেন যুদ্ধে পিয়ংইয়ং এর সামরিক হস্তক্ষেপের ফলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে।
সোমবার (২৮ অক্টোবর) পেন্টাগন মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণের জন্য মোতায়েন করা ১০ হাজার উত্তর কোরিয় সেনার মধ্যে ইতিমধ্যে ৩ হাজার সেনা ইউক্রেন সীমান্তের কাছাকাছি অবস্থান নিয়েছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেছেন, রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা মোতায়েন তার দেশের জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্প্রদায় উভয়কেই হুমকির মুখে ফেলেছে। তিনি রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতাকে অবৈধ হিসেবে বর্ণনা করে এর নিন্দা জানান।
উল্লেখ্য, এর আগেও যুক্তরাষ্ট্র দাবি করেছিল, উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে অংশগ্রহণের জন্য হাজার হাজার সেনা পাঠিয়ে মস্কোকে সহায়তা করছে। এসব সেনাকে ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের এমন দাবির পর তা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক শোরগোল ফেলে দেয়।
তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এক সংবাদ সম্মেলনে রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা উপস্থিতির কথা পরোক্ষভাবে স্বীকার করেন।
রাশিয়াকে উত্তর কোরিয়ার সেনা সহায়তা প্রসঙ্গে পুতিন বলেছিলেন, উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে মস্কো কখনো সন্দিহান ছিল না। আমরা আমাদের উত্তর কোরীয় বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মধ্যে রয়েছি।
পুতিনের এমন মন্তব্যের পর আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেন-রাশিয়া সংঘাতের সম্ভবত আরও বিস্তৃতি ঘটতে যাচ্ছে। তারা বলছেন, পিয়ংইয়ং সরাসরি এই সংঘাতে যোগ না দিলেও অস্ত্র এবং সেনা দিয়ে রাশিয়াকে সহযোগিতা করার অর্থ হলো দেশটি পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে।
সেই সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, মস্কো-পিয়ংইয়ং সহযোগিতা কতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে সেটি আমাদের নিজস্ব ব্যাপার এবং তা নিয়ে কাউকে ব্যাখ্যা দিতে যাব না। তিনি ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করার জন্য উল্টো পাশ্চাত্যকে দায়ী করেন।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে। মস্কো অভিযোগ করছে, ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্রের ঢল চলমান যুদ্ধকে প্রলম্বিত করছে।
মন্তব্য করুন