ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তা দখল করে একদল ফিলিস্তিনপন্থি ব্যাপক বিক্ষোভ করেছেন। বিক্ষোভকারীরা রাজপথের দখল নিলে তেড়ে আসে পুলিশ। বিক্ষোভকারীদের সেখান থেকে ছত্রভঙ্গ করে দেয় তারা।
ভিডিওতে দেখা যায়, পুলিশ দৌড়ে গিয়ে বিক্ষোভকারীদের ঘিরে ধরে। তাদের পেছনে ঠেলতে থাকে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। বাদ্যযন্ত্রের তালে তালে স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। তখন তাদের হাতে ফিলিস্তিন ও লেবাননের পতাকা দেখা যায়। রোববার (২০ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সম্প্রতি ইসরায়েলের প্রতি প্রকাশ্যে সমর্থন ব্যক্ত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এর আগে অবশ্য তিনি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। তবে ইউটার্ন নিয়ে আবারও ইসরায়েলের পক্ষেই কথা বলতে দেখা যায় মাখোঁকে।
গেল বছরের জুলাইয়ে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির পার্লামেন্টে যে রিপোর্ট পেশ করে, তাতে দেখা যায়- প্রতি বছর ইসরায়েলের কাছে গড়ে ২০ মিলিয়ন ইউরোর সমপরিমাণ অস্ত্র বিক্রি করে প্যারিস।
মন্তব্য করুন