কোরআন পোড়ানোর ঘটনায় উত্তাল সুইডেন। এর মধ্যে আবারও দেশটিতে কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। এবার এ ঘটনাটি ঘটিয়েছেন বাহরামি মারজান নামের এক নারী।
গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) সুইডেনের রাজধানী স্টকহোম থেকে কাছেই তিনি প্রকাশ্যে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থে আগুন দেন। খবর আরটির।
বাহরামি মারজান ইরানের নাগরিক ছিলেন। তিনি তার দেশ ছেড়ে এসে নিজের ধর্মও বদলে ফেলেছেন। তিনি একসময় ইসলাম ধর্মে থাকলেও, ধর্ম পরিবর্তন করে তিনি খ্রিষ্টান হন।
তিনি কোরআন পোড়ানোর আগে পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন। সেখানে প্রায় ২০ জন মানুষ উপস্থিত ছিলেন। এ সময় আরেকটি ছোট গ্রুপ এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে এলে পুলিশ তাদের বাধা দেয়।
মারজান রুশ সংবাদ সংস্থা তাসকে বলেন, ধর্ম রাজনীতিরই একটি অংশ। তিনি বিশ্বাস করেন না যে, তার এমন কর্মকাণ্ডের জন্য সুইডেনের নিরাপত্তা হুমকিতে পড়বে।
এর আগে সুইডেনের ইরাক ও তুরস্ক দূতাবাসের বাইরে একাধিকবার পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে কথিত প্রতিবাদ জানান বেশকিছু মানুষ। ইরাক এমন অবমাননার জবাবে সুইডেনের রাষ্ট্রদূতকে দেশে ফেরত পাঠায় এবং নিজের রাষ্ট্রদূতকে সুইডেন থেকে প্রত্যাহার করে নিয়ে আসে।
এ ছাড়া তুরস্ক, মিশর, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডান সুইডেনের এমন নির্লিপ্ত ভূমিকার নিন্দা জানিয়েছে।
মন্তব্য করুন