দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে মধ্য ইউরোপ। অঞ্চলটিতে বন্যায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট পাহাড়ি ঢল ও বন্যায় মধ্য এবং পূর্ব ইউরোপে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশে প্রবল বৃষ্টিপাত হয়েছে।
সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত দুই দশকের মধ্যে মধ্য ইউরোপের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে।
চেক প্রজাতন্ত্র এবং পোল্যান্ডের সীমান্তবর্তী এলাকায় চলতি সপ্তাহের শেষদিকে এ বন্যা আঘাত হেনেছে। এতে করে পানির উচ্চতা বেড়ে সেতু ভেঙে পড়েছে এবং গাড়ি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মীরা কর্মীরা জানিয়েছেন, সোমবার সকালে হাসপাতালের এক সার্জনের মৃতদেহ নাইসা শহরে পাওয়া যাওয়ার পর দক্ষিণ-পশ্চিম পোল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচে জনে দাঁড়িয়েছে। এর আগে বিয়েলস্কো-বিয়ালা ও লাদেক-জদ্রোজ শহর এবং অন্য দুটি গ্রামে চার নারীপুরুষের মরদেহ পাওয়া গেছে।
বন্যার কবলে পড়া মধ্য ইউরোপের বাকি দেশগুলো হলো রোমানিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, হাঙ্গেরি এবং অস্ট্রিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় ছয়টি দেশেই প্রাণহানি হয়নি। এর মধ্যে চারটি দেশে প্রাণহানি হয়েছে। এগুলো হলো হাঙ্গেরি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র এবং অস্ট্রিয়া। এর মধ্যে হাঙ্গেরিতে সাতজন, পোল্যান্ডে চারজন, চেক প্রজাতন্ত্রে তিনজন নিহত হয়েছেন।
এর আগে ৭০ বছর পর চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’ আঘাত হেনেছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে এটি ব্যাপক শক্তি নিয়ে সরাসরি আঘাত হানে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, ১৫১ কিলোমিটার গতিতে টাইফুনটি আঘাত হেনেছে। এর আগে ১৯৪৯ সালে টাইফুন গ্লোরিয়া আঘাত হেনেছিল। ৭০ বছর পর সবশেষ বেবিসকা আঘাত হেনেছে। আঘাত হানা সাংহাই শহরে প্রায় আড়াই কোটি লোকের বসবাস।
প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত অত্যন্ত দুর্লভ বিষয়। চীনের দক্ষিণাঞ্চলে সাধারণত এমনটি হয়ে থাকে। এর আগে গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে সুপার টাইফুন ইয়াগি আঘাত হানে।
মন্তব্য করুন