কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ০৮:২১ এএম
অনলাইন সংস্করণ

টেসলার সাইবারট্রাককে যুদ্ধযানে পরিণত করলেন চেচেন নেতা

রমজান কাদিরভের প্রাইভেট যুদ্ধযান। ছবি : সংগৃহীত
রমজান কাদিরভের প্রাইভেট যুদ্ধযান। ছবি : সংগৃহীত

রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের নেতা রমজান কাদিরভ তার প্রাইভেট কারকে যুদ্ধযানে পরিণত করেছেন। ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান টেসলার উদ্ভাবিত বেসামরিক সাইবারট্রাককে ভয়ংকর অস্ত্রে রূপান্তর করেন তিনি। এই সামরিক সাইবার ট্রাক পরিদর্শনে রাশিয়ায় ইলন মাস্ককে আমন্ত্রণও জানানো হয়েছে।

রমজান কাদিরভের টেলিগ্রাম চ্যানেলে রোববার (১৮ আগস্ট) পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, টেসলার তৈরি একটি সাইবারট্রাকের পেছনে একটি মেশিনগান বসিয়ে সেটিকে চালিয়ে নিয়ে যাচ্ছেন। আঞ্চলিক রাজধানী গ্রোজনিতে তিনি নিজের সামরিক এ সাইবারট্রাকটি চালিয়ে দেখেন।

কাদিরভ জানান, তিনি ইলন মাস্কের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। এ সময় মাস্ককে তিনি বর্তমান সময়ের সবচেয়ে শক্তিশালী প্রতিভা এবং একজন বিশেষজ্ঞ বলে অবহিত করেন। এমনকি মাস্ককে একজন মহান মানুষ হিসেবেও স্বীকৃতি দেন কাদিরভ। চেচেন এ নেতা মাস্ককে গ্রেজনিতে আমন্ত্রণ জানিয়ে বলেন, মাস্ককে তিনি আন্তরিক অতিথি হিসেবে প্রত্যাশা করেন। মাস্কের এমন সফরে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মন খারাপ করবে না বলে আশা করেন কাদিরভ।

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষে ঘনিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিতি পেয়ে আসছেন কাদিরভ। এমনকি ওয়াগনারের বিদ্রোহের সময়ও প্রিগোজিনকে থামাতে সেনা সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছিলেন চেচেন এ নেতা। এখন নিজের সংযোজিত এসব সামরিক সাইবারট্রাক ইউক্রেন যুদ্ধে রুশ সেনাদের ব্যবহারের জন্য দিতে চাইছেন রমজান কাদিরভ।

সাইবারট্রাক নিয়ে পুতিনমিত্র জানান, কোনো কারণ ছাড়াই এটিকে একটি সাইবারবিস্ট বলা হয় না। এটি নিঃসন্দেহে বিশ্বের সেরা গাড়িগুলোর মধ্যে একটি। এ সময় ইউক্রেন যুদ্ধে সাইবারট্রাক রুশ সেনাদের জন্য প্রচুর সুবিধা নিয়ে আসবে বলেও মন্তব্য করেন কাদিরভ।

নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসী তালিকাভুক্ত এ নেতা। এমনকি তার সাইবারট্রাকটি তিনি মাস্কের কাছ থেকে পেয়েছেন বলে দাবি করছেন। তবে কীভাবে এ ট্রাক পেলেন তিনি, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

গত বছর বিক্রির জন্য উন্মুক্ত করার আগে টেসলা প্রথম ২০১৯ সালে সাইবারট্রাককে কনসেপ্ট ভেহিকেল হিসেবে চালু করেছিল। যদিও গাড়িটি বর্তমানে শুধু উত্তর আমেরিকায় বিক্রি হচ্ছে। মাস্ক চলতি বছরের শুরুর দিকে জানান, ২০২৫ সালের মধ্যে বিশ্বের অন্য বাজারের বিক্রির জন্য অনুমোদিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিড নিয়ে দ্বিতীয় সেশন শেষ জিম্বাবুয়ের

মৃত্যুর আগে ‘গাজায় যুদ্ধবিরতি’ চেয়েছিলেন পোপ ফ্রান্সিস

সিপিডির গবেষণা / ২০২৩ সালে কর ফাঁকিতে রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা

রেহান-পলিনের ‘টুকরো চোখ’

পোপ ফ্রান্সিস আর নেই

হঠাৎ গাজা উপত্যকায় ইসরায়েলি নাগরিকদের প্রবেশের চেষ্টা

মাস্ক-হেলমেট পরে সোনারগাঁয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

নাসুমকে হাথুরুর থাপ্পড় দেওয়া নিয়ে যা বললেন হেরাথ-পোথাস

আল-আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণায় ইসরায়েল

তিন পুলিশ সুপার বদলি

১০

সন্তান না হওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

১১

এ কোন সাদিয়া আয়মান, ভাইরাল ছবির নেপথ্যে কে?

১২

চানখারপুলে গণহত্যা / সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল 

১৩

নারীবিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট পুনর্গঠনের দাবি এবি পার্টির

১৪

নতুন রেকর্ড গড়ার পথে শাকিবের ‘বরবাদ’ (ভিডিও)

১৫

খাগড়াছড়িতে ইউপিডিএফের আস্তানার সন্ধান, মিলল সামরিক ইউনিফর্ম

১৬

বজ্রপাতে প্রাণ গেল বিএনপি নেতার

১৭

দরিদ্র শামছুল হকের মেয়ের বিয়ে সম্পন্ন, সার্বিক সহযোগিতায় তারেক রহমান

১৮

দিনাজপুরে ছাত্র আন্দোলনে হামলা, আ.লীগ-যুবলীগ নেতা গ্রেপ্তার

১৯

লাইফ সাপোর্টে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, দোয়া চাইলেন জামায়াত আমির

২০
X