নিজেদের ভূখণ্ডে রাশিয়ার একটি এমআই-২৮ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারটিতে থাকা সব ক্রু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) রুশ সংবাদমাধ্যম তাসের বরাতে এমন তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মস্কোর দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কালুগা অঞ্চলে বৃহস্পতিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানান, ‘কালুগা অঞ্চলে একটি এমআই-২৮ বিধ্বস্ত হয়েছে। ক্রুরা মারা গেছেন।’
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সকে জানায়, কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে হেলিকপ্টারে কয়জন ক্রু ছিলেন, তা জানায়নি মন্ত্রণালয়। এমআই-২৮ মূলত সোভিয়েত আমলে নির্মিত হেলিকপ্টার। ১৯৮২ সালে এই মডেলের হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে। দুই আসন বিশিষ্ট এই হেলিকপ্টারটি মূলত আক্রমণ ও নজরদারির জন্য ব্যবহৃত হয়ে থাকে।
মন্তব্য করুন