তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে। বুধবার (৩ এপ্রিল) এ প্রতিবেদন লেখার সময় ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। খবর বিবিসির।
তাইওয়ান সরকার জানিয়েছে, সুনামির ভয় কেটে গেছে। তবে হতাহতের চিত্র খারাপের দিকে যাচ্ছে।
আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গুরুতর আহত ৭৩৬ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডজনের বেশি মানুষ ধ্বংসস্তূপের বিভিন্ন স্থানে আটকা পড়েছেন। তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার অভিযান চলছে।
বুধবার (৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টার দিকে তাইওয়ানের পূর্ব উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প আঘাত আনে।
এটি দ্বীপ অঞ্চলটির ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। এর ফলে তাইওয়ান ছাড়াও জাপান ও ফিলিপাইনে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, আজকের এই ভূমিকম্পের কেন্দ্রস্থল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি বলে জানানো হয়। তবে তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এই ভূমিকম্পটির গভীরতা ছিল ১৫ দশমিক ৫ কিলোমিটার।
তাইওয়ান সরকার জানিয়েছে, পূর্ব অঞ্চলের পাহাড়ি ও স্বল্প জনবসতিপূর্ণ হুয়ালিয়েন কাউন্টিতে হতাহত বেশি।
এ ছাড়া কমপক্ষে ২৬টি ভবন ধসে পড়েছে। এদের মধ্যে অর্ধেকের বেশিন হুয়ালিয়েনে অবস্থিত।
স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা সু চিং-হুই বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, উদ্ধারকারীরা চরম সমস্যার সম্মুখীন হচ্ছে।
তিনি বলেন, যখনই আমাদের উদ্ধার চেষ্টা করছে তখন হেলে পড়া ভবন নড়ে উঠছে। তাই লোকজনকে সেখান থেকে বের করে আনার আগে উদ্ধারকারী ও আটকে পড়াদের নিরাপত্তা নিশ্চিতের উপায় খোঁজা হচ্ছে।
মন্তব্য করুন