কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পরমাণু ছাড়াও আরেক ভয়াবহ সংকটের মুখে ভারত-পাকিস্তান

ভারত ও পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত
ভারত ও পাকিস্তানের পতাকা। ছবি : সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের আশঙ্কা আবারও ঘনীভূত হচ্ছে। অনেক বিশেষজ্ঞের মতে, এই উত্তেজনা এবার অতীতের যে কোনো সময়ের তুলনায় বেশি বিপজ্জনক হতে পারে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক নোয়াম চমস্কির ২০১৩ সালের একটি সতর্কবাণী নতুন করে আলোচনায় এসেছে। চমস্কির সতর্কবার্তা ও ভারত-পাকিস্তান সংকটের বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, চমস্কি তার বই Nuclear War and Environmental Catastrophe-এ লেখেন, ‘মানবজাতির অস্তিত্বের জন্য দুটি প্রধান হুমকি রয়েছে—একটি পারমাণবিক যুদ্ধ, আরেকটি পরিবেশগত বিপর্যয়।’ পারমাণবিক হুমকি নিয়ে অনেকেই সচেতন হলেও পরিবেশ সংকটের গভীরতা ও তাৎপর্য এখনও অনেকের উপলব্ধির বাইরে রয়ে গেছে। অথচ দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে এই সংকট এখন অত্যন্ত প্রাসঙ্গিক ও তাৎক্ষণিক।

দক্ষিণ এশিয়ার অভিন্ন নদীগুলো জলবায়ু পরিবর্তন, তীব্র শহরায়ন, বড় বাঁধ নির্মাণ এবং হিমবাহ গলার কারণে চরম চাপে পড়েছে। ভারত ও পাকিস্তান উভয় দেশই ক্রমবর্ধমানভাবে খরা ও বন্যা সমস্যায় ভুগছে। এই অবস্থায় পানি বণ্টন ইস্যু দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। কাশ্মীর অঞ্চলে প্রতি বছর ভয়াবহ বন্যা হচ্ছে, এবছরও সেই ঝুঁকি রয়ে গেছে।

সম্প্রতি পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। ভারত এ ঘটনায় পাকিস্তানকে দায়ী করার চেষ্টা করছে। ঘটনাটিকে ঘিরে প্রতিশোধ ও ঘৃণার রাজনীতি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। কিন্তু পরিবেশগত সংকটের মোকাবেলায় যুদ্ধংদেহী মনোভাব, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং ধর্মভিত্তিক বিদ্বেষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

চমস্কি এ প্রসঙ্গে বলেন, ‘পারমাণবিক যুদ্ধ চালাতে সক্রিয় প্রচেষ্টা লাগে, কিন্তু পরিবেশগত বিপর্যয় ঘটে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তার মাধ্যমে।’ তিনি আরও সতর্ক করেন, ‘তথ্য অস্বীকার, অতিমাত্রায় জীবাশ্ম জ্বালানি ব্যবহার, কৃষিজমি নষ্ট করে বায়োফুয়েল উৎপাদন, বাঁধ নির্মাণ ও বন উজাড়—এসবই পরিবেশ ধ্বংসের জন্য দায়ী।’

ভারত ও পাকিস্তান এইসব বিপজ্জনক প্রবণতায় পুরোপুরি জড়িয়ে পড়েছে।

পাকিস্তানের পরিবেশবিদ আইশা খান সম্প্রতি মন্তব্য করেন, ‘হিমবাহ সংকটই যেখানে যথেষ্ট, সেখানে এখন পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের হুমকি যুক্ত হওয়াটা উদ্বেগজনক।’ তিনি ভারতের ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত রাখার প্রস্তাবের প্রতি ইঙ্গিত করেন, যা পাকিস্তানের পানিপ্রাপ্তিকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

যদিও ভারত এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেনি, কিন্তু পাকিস্তান এমন সম্ভাবনাকে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে। বাস্তবতা হলো, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে বিশাল ব্যয়, জটিল অবকাঠামো এবং বহু বছরের প্রস্তুতির প্রয়োজন—যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। তবে এর মধ্যেই আলোচনার পথ খোলা থাকলে তা কিছুটা স্বস্তি দিতে পারে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তান আন্তর্জাতিক আদালতে চুক্তি স্থগিতের বিরুদ্ধে আপত্তি জানাতে পারে।

ভারত-পাকিস্তান সংকটের আরেকটি ভয়াবহ দিক হলো ধর্মের অতিমাত্রায় ব্যবহার। ইউক্রেন-রাশিয়া বা ইসরায়েল-গাজার মতো এখানেও ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক হাতিয়ার বানানো হচ্ছে। ভারতে টিভি চ্যানেলগুলো মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচার চালাচ্ছে, যা এমনকি কাশ্মীর বিধানসভা থেকেও নিন্দিত হয়েছে। আরএসএস প্রধান মোহন ভাগবত রামায়ণের উদ্ধৃতি দিয়ে প্রতিশোধের বার্তা দিচ্ছেন। অন্যদিকে, পাকিস্তানেও হিন্দুদের নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য উঠছে।

তবে ইতিহাস বলে, হিন্দু-মুসলমান সহাবস্থান অসম্ভব নয়। পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহও সংখ্যালঘুদের সমান অধিকার দেয়ার কথা বলেছিলেন।

সবশেষে বলা যায়, পারমাণবিক যুদ্ধ নয়—পরিবেশগত বিপর্যয়ই এখন ভারত-পাকিস্তানের জন্য সবচেয়ে তাৎক্ষণিক ও মারাত্মক হুমকি। এই হুমকিকে এড়াতে হলে যুদ্ধ নয়, প্রয়োজন সম্মানজনক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া এবং পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ ভোজ্যতেল প্রাপ্তি বাধা দূর করতে হবে

সাড়ে সাত হাজার চিকিৎসকের পদোন্নতি আটকে

বগা সেতু বাস্তবায়নে উপদেষ্টার সঙ্গে ড. মাসুদের বৈঠক

মানবিক সহায়তা করিডোর বিষয়ে গণসংহতি আন্দোলনের বিবৃতি

আর্সেনালকে হারিয়ে ফাইনালে এক পা পিএসজির

স্বাস্থ্য পরামর্শ / ডায়াবেটিস নিয়ন্ত্রণে জীবনযাপনে পরিবর্তন প্রয়োজন

ঢাবির বাসে হামলা, বিচার চায় ছাত্রদল-শিবির-ছাত্রফ্রন্ট

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে— স্লোগানে ফরিদপুরে মিছিল

উত্তেজনার বিস্ফোরণ / ভারত কি এবার সত্যিই আক্রমণ করবে? 

মেস থেকে জবি শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

১০

মুরাদনগরে পুলিশি হয়রানি বন্ধ ও এসপি-ওসির প্রত্যাহার দাবি

১১

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার প্রেমিকাকে ধর্ষণ ছাত্রদল নেতার!

১২

যুদ্ধে যেতে বাধ্য রাশিয়ায় পাচার হওয়া ১০ বাংলাদেশি, নিহত ৩

১৩

মাটির নিচে পাওয়া মর্টার শেল বিস্ফোরণ, অর্ধশতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

১৪

বরিশালে একযোগে ১১ পুলিশ পরিদর্শকে বদলি

১৫

পালানোর সময় ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে দিল বিএনপি

১৬

সিলেটে ঘর থেকে সিসিক কর্মচারীর লাশ উদ্ধার

১৭

এনসিপির পদ ছাড়লেন কেন্দ্রীয় সদস্য রিদওয়ান হাসান

১৮

ছাত্রদল নেতার ঘরে আ.লীগ নেতা

১৯

তেঁতুলিয়ায় বিরল প্রজাতির শকুন উদ্ধার

২০
X