উত্তর-পূর্ব চীনে একটি রেস্তোরাঁয় আগুন লেগে ২২ জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভি জানিয়েছে, লিয়াওনিং প্রদেশের লিয়াওয়াং শহরের একটি আবাসিক এলাকায় অবস্থিত রেস্তোরাঁয় দুপুর ১২:২৫ মিনিটে আগুন লাগে।
সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া আগুনের কারণ উল্লেখ করেনি। তবে জানিয়েছে, প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনাকে ‘গভীরভাবে শিক্ষণীয়’ বলে অভিহিত করেছেন এবং স্থানীয় কর্মকর্তাদের আহতদের দ্রুত চিকিৎসা, আগুনের কারণ নির্ধারণ এবং দায়ীদের জবাবদিহি করার নির্দেশ দিয়েছেন।
এক্স এবং চীনা প্ল্যাটফর্ম ডৌইনসহ সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ফুটেজে দেখা গেছে, রাস্তার ধারে পার্ক করা অসংখ্য গাড়ির পাশে একটি দোকানের সামনে উজ্জ্বল কমলা আগুনের শিখা ছড়িয়ে পড়ছে। রেস্তোরাঁটি থেকে ভয়াবহ মাত্রায় ধোঁয়া বের হতে দেখা গেছে। এরই মধ্যে প্যারামেডিকরা স্ট্রেচারে আহতদের সেবা দিচ্ছেন। ফায়ার সার্ভিস ভবনের ভেতর থেকে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করতেও দেখা যায়। তবে রয়টার্স এসব ভিডিও যাচাই করেনি।
লিয়াওনিংয়ের প্রাদেশিক শাসক দলের কমিটির সেক্রেটারি হাও পেং জানান, ঘটনাস্থলে ২২টি ফায়ার ট্রাক এবং ৮৫ জন দমকলকর্মী মোতায়েন করা হয়। ঘটনাস্থলে উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। আগুন পুরোপুরি নিভেছে এবং মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে দেশজুড়ে এ ধরনের ঘটনা বেড়েছে। গত এপ্রিলে উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের একটি নার্সিং হোমে বৃদ্ধদের একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে ২০ জন নিহত হয়েছিল।
গত বছর গ্যাস লিকের কারণে অন্তত দুটি উল্লেখযোগ্য বিস্ফোরণ ঘটে। মার্চে হেবেই প্রদেশের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে দুজন নিহত এবং ২৬ জন আহত হন। সেপ্টেম্বরে দক্ষিণাঞ্চলীয় শেনজেন প্রদেশের একটি উঁচু ভবনে বিস্ফোরণে একজন নিহত হন।
মন্তব্য করুন