কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

উত্তেজনার মধ্যে আবারও চীনের সঙ্গে আলোচনা পাকিস্তানের

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক ডার ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক ডার ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি : সংগৃহীত

ভারত-পাকিস্তান ব্যাপক উত্তেজনার মধ্যে এবার বেইজিংয়ের সঙ্গে আলোচনায় বসল ইসলামাবাদ। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক ডার রোববার (২৭ এপ্রিল) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে এক টেলিফোন আলোচনায় অংশ নেন। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম পাকিস্তান টুডে।

খবরে বলা হয়, আলোচনায় ইশাক ডার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে দুই দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা পারস্পরিক সম্মান ও বোঝাপড়া উন্নীত করার পাশাপাশি একতরফা ও আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে একযোগে কাজ করার প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান, দুই নেতা শান্তি, নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে সকল পর্যায়ে ঘনিষ্ঠ যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ব্যাপারে সম্মত হয়েছেন।

আলোচনায় ইশাক ডার ভারতের একতরফা ও অবৈধ কর্মকাণ্ড এবং পাকিস্তানবিরোধী ভিত্তিহীন প্রচারণাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি চীনের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি অবিচল সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুই দেশের ‘ইস্পাত কঠিন’ বন্ধুত্ব এবং সর্বাকালীন কৌশলগত অংশীদারত্বের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রীকে ডার আরও বলেন, পাকিস্তান ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং দুই দেশের মধ্যে সর্বক্ষেত্রে অংশীদারত্ব সম্প্রসারণে কাজ করে যাবে।

এরআগে শনিবার (২৬ এপ্রিল) ইশাক দারের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং। সেসময় চীনা রাষ্ট্রদূত ভারতের কারণে সৃষ্ট উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পাকিস্তানকে কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে এবং ইসলামাবাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের ঘোষণা দিয়েছে। অন্যদিকে অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে পাকিস্তানও।

প্রতিবেশি দুই দেশের পাল্টাপাল্টি এই অবস্থানে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলো উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুর কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

পুরো বাংলাদেশের পক্ষ থেকে আমরা লজ্জিত : সারজিস আলম

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন

পটুয়াখালীতে তাপ বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে ভয়াবহ আগুন

জুলাই আন্দোলনে সম্পৃক্ততা: জাবির ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত

বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় : আমিনুল হক

টটেনহ্যামকে উড়িয়ে লিভারপুলের প্রিমিয়ার লিগ শিরোপা জয়

দুই ছাত্রলীগ নেতাকে আটক করল ছাত্রদল, পুলিশে সোপর্দ

কুমিল্লায় বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষ

নিরিবিলিতে মাদক ব্যবসায়ীদের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

১০

বরিশালে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

১১

কাশ্মীর হামলা তদন্তে চীন-রাশিয়াকে যুক্ত করার প্রস্তাব পাকিস্তানের

১২

ডাকাত ধরতে গিয়ে ট্রাকচাপায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

১৩

আল জাজিরাকে প্রধান উপদেষ্টা / শেখ হাসিনাকে চুপ রাখতে বললেন ড. ইউনূস, মোদি বললেন, ‘পারবেন না’

১৪

সোনারগাঁয়ে অবৈধ চুনা ও ঢালাই কারখানায় তিতাসের অভিযান

১৫

সিলেটে ডেভিল হান্টে আড়াই মাসে গ্রেপ্তার ৩৫৩

১৬

গ্রাম দখল করে প্লট বিক্রির অভিযোগ, ৮ জনের বিরুদ্ধে মামলা

১৭

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ‘গণপিটুনি’ দিয়ে পুলিশে সোপর্দ

১৮

সিলেটের ছয়টি পাথর কোয়ারির ইজারা স্থগিত

১৯

জোড়া খুনের ঘটনায় ৩ দিনের রিমান্ডে ছোট সাজ্জাদ

২০
X