মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

এরদোয়ানকে নিয়ে বিপাকে ইউরোপীয় ইউনিয়ন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে নিয়ে বিপাকে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন। দেশটিতে এরদোয়ানবিরোধী বিক্ষোভ জোরদার হলেও ইউরোপীয় ইউনিয়ন আঙ্কারাকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর এরদোয়ানের দমনপীড়নের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের সমর্থন সমালোচনার জন্ম দিয়েছে।

গত সপ্তাহে নিজের সবচেয়ে শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ একরেম ইমামোগলুকে গ্রেপ্তার করে এরদোয়ানের প্রশাসন। এমতাবস্থায় ইউরোপে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ইউরোপিয়ান কমিশন এ নিয়ে কড়া ভাষায় সমালোচনা করলেও ইউরোপীয় ইউনিয়ন পরোক্ষভাবে এরদোয়ানের পাশে দাঁড়িয়েছে।

কৌশলগত সদস্য তুরস্ককে শত শত কোটি ডলার অর্থায়ন করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বিশ্লেষকরা বলছেন, এরদোয়ানকে নিয়ে এর আগে কখনও এতটা বিপাকে পড়েনি ইউরোপীয় ইউনিয়ন। এরদোয়ান ইউরোপের গণতান্ত্রিক যে মানদণ্ড রয়েছে, তা অমান্য করছেন, তাই তাকে নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছে ব্লকটি। আবার আঞ্চলিক অভিবাসন নিয়ন্ত্রণ, এনার্জি ট্রানজিট এবং ন্যাটোর নিরাপত্তার বিষয়টির কারণেও এরদোয়ানের কাছ থেকে নিজেদের সরিয়ে নিতে পারছে না ইউরোপীয় ইউনিয়ন।

দুই দশক শক্ত হাতে তুরস্ককে শাসন করেছেন এরদোয়ান। ক্ষমতার চেয়ার আগলে রাখার জন্য কখনো হয়েছেন প্রধানমন্ত্রী, আবার কখনো হয়েছেন প্রেসিডেন্ট। কিন্তু এই সময়ে নানা চড়াই-উতরাই পেরিয়ে ক্ষমতায় টিকে গেলেও সাম্প্রতিক সময়ে বেশ চাপের মুখে পড়েছেন ৭১ বছর বয়সী এই লৌহমানব।

আগামী নির্বাচনে এরদোয়ান হেরে যেতে পারেন বলে অনেকে আশঙ্কা করছিলেন। তবে হার মানতে নারাজ তিনি। ধারণা করা হচ্ছে, মধ্যবর্তী নির্বাচন দেওয়ার মাধ্যমে ক্ষমতাটাকে আরও দীর্ঘমেয়াদি করার পরিকল্পনা করছেন এরদোয়ান। কিন্তেু পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তানবুলের মেয়র একরাম ইমামোগলু।

ইস্তানবুলের মেয়র নির্বাচনে দুই দফা এরদোয়ান সমর্থিত প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়েছেন এই ইমামোগলু। শেষমেশ ঘোষণা দেন- এরপর প্রেসিডেন্ট পদে এরদোয়ানের বিপক্ষে দাঁড়াবেন জনপ্রিয় এই রাজনীতিবিদ। যে খবরে নড়েচড়ে বসেন তুর্কি প্রেসিডেন্ট। ওই ঘোষণার কিছু দিনের মধ্যেই দুর্নীতি ও সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয় ইমামোগলুকে।

ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে ইস্তানবুলের রাস্তায় নেমে পড়েন হাজার হাজার বিক্ষোভকারী। এই ঘটনাকে রাজনৈতিক প্রতিহিংসা উল্লেখ করেন তারা। জানান, ইমামোগলুকে মুক্তি না দেওয়া পর্যন্ত চালিয়ে যাবেন এই আন্দোলন।

টানা দশ দিনের মতো ইস্তানবুলের রাস্তায় বিক্ষোভ দেখিয়ে গেছেন আন্দোলনকারীরা। রাজধানী আঙ্কারাসহ তুরস্কের বিভিন্ন শহরেও ক্রমশ ছড়িয়ে পড়ছে বিক্ষোভের দাবানল। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাকে গণঅভ্যুত্থানের লক্ষণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ধারণা করা হচ্ছে- এরদোয়ানের ক্ষমতায় থাকাটা এখন চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে।

তবে, বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, ইমামোগলু ইস্যুতে এরদোয়ানের ওপর তেমন কোনো চাপ নেই। এই ইস্যুতে জাতিসংঘ ছাড়া তেমন উচ্চবাচ্য করছে না যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। ফলে, মনে হচ্ছে এবারের বিক্ষোভও এরদোয়ান দমন করে ফেলবেন এবং নিজের ক্ষমতাকে আরও পাকাপোক্ত করতে সক্ষম হবেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের রাতে যুবককে গলা কেটে হত্যার চেষ্টা

যাত্রীদের পৌঁছে দেওয়াই ধর্ম, বললেন ট্রেনচালক

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বিএনপি নেতা ও মাদ্রাসাছাত্রের

আধিপত্য বিস্তারকে নিয়ে বিএনপি নেতার নির্দেশে হামলা

দ্বিতীয় দফায় মিয়ানমারে ত্রাণ পাঠাল বাংলাদেশ

চোটে পড়া হলান্ডকে নিয়ে আশাবাদী ম্যানসিটি

মেসির সুরক্ষা নিয়ে বিতর্ক! ব্যক্তিগত বডিগার্ডের মাঠে প্রবেশ নিষিদ্ধ

জুলাই শহীদ রাসেলের বাড়িতে হাসনাত আবদুল্লাহ

মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিকেজ, ভয়াবহ আগুন

রেফারি নাকি ব্রুস লি?—মাঠে ঢুকে পড়া কোচকে রেফারির ‘কুংফু কিক’

১০

জুলাই আন্দোলনের নারীদের ভূয়সী প্রশংসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের

১১

ইনজুরি কাটিয়ে ফেরার লড়াইয়ে হার না মানার বার্তা নেইমারের

১২

ঈদে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

১৩

ফিলিস্তিনের সমর্থনে কায়রোয় লাখো জনতার মিছিল

১৪

পেনাল্টি ঠেকিয়ে পুরস্কার হিসেবে ডিম পেলেন গোলকিপার!

১৫

সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস, ১নং সতর্কসংকেত

১৬

বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগ

১৭

ঈদের ছুটি শেষে মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেন চালু

১৮

ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি ইমরান খানকে

১৯

ঈদে অতিরিক্ত খাওয়ার পর অস্বস্তি? জেনে নিন করণীয়

২০
X