মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে । শুক্রবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তীব্র কম্পন অনুভূত হয়। এতে দেশটির ঐতিহাসিক একটি সেতু ধসে পড়েছে।
শুক্রবার ( ২৮ মার্চ) সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সাগাইন এবং মান্দালয় অঞ্চলের মধ্যে ইরাবতী নদীর উপর নির্মিত ৯১ বছর পুরোনো আভা ব্রিজ ধসে পড়েছে। সেতুটি ব্রিটিশ উপনিবেশকালে তৈরি হয়েছিল। শুক্রবার দুপুরে শক্তিশালী ভূমিকম্পের কারণে এটি ভেঙে পড়েছে। ভূমিকম্পে মিয়ানমার এবং থাইল্যান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৭.৭ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল সাগাইন শহরের কাছে। ভূমিকম্পের ফলে মিয়ানমারের মান্দালয়, নাইপিডোসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন ভেঙে পড়েছে এবং বহু লোক ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আভা ব্রিজ ভাঙার ঘটনাটি বিশেষভাবে দুঃখজনক। কেননা এটি একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে পরিচিত ছিল এবং এটি ব্রিটিশ শাসনামলে নির্মিত হয়েছিল।
এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি ভয়াবহ জানা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে।
মন্তব্য করুন