ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) ম্যানিলার প্রধান বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রেক্ষাপটে দেশটি এ পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সরকার । খবর রয়টার্সের।
আইসিসি জানিয়েছে, মাদকের বিরুদ্ধে যুদ্ধের নামে দুতার্তে মানবতাবিরোধী অপরাধ করেছেন। তার তত্বাবধানে হাজার হাজার ফিলিপিনোকে হত্যা করা হয়। এ ঘটনার তদন্ত চলছে।
সোমবার হংকংয়ে দুতার্তে বলেছিলেন, তিনি আইসিসির পরোয়ানা মেনে গ্রেপ্তার হতে প্রস্তুত। তবে বরাবরের মতো মাদকবিরোধী অভিযানের পক্ষে মন্তব্য করেন। আত্মরক্ষার জন্য ছাড়া পুলিশকে মাদক সন্দেহভাজনদের হত্যা করার নির্দেশ দেওয়ার কথা তিনি অস্বীকার করেন।
এরপর তিনি ফিলিপাইনে ফিরে আসেন। তবে বিমানবন্দর ত্যাগ করার আগেই তাকে গ্রেপ্তার করা হয়।
দেশটির বর্তমান প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় জানিয়েছে, তারা পরোয়ানার একটি অফিসিয়াল কপি পেয়েছে। দুতের্তে এখন পুলিশ হেফাজতে রয়েছেন।
দুতার্তের আইনি পরামর্শদাতা সালভাদোর পানেলো বলেন, গ্রেপ্তারটি বেআইনি। পুলিশ একজন আইনজীবীকেও বিমানবন্দরে দুতার্তের সাথে দেখা করতে দেয়নি।
মন্তব্য করুন