দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়ার সময় ভুল করে বাসাবাড়ির ওপর বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি এবং একটি গির্জা। দেশটির বিমানবাহিনী এবং ফায়ার সার্ভিসের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
সূত্র জানায়, বৃহস্পতিবার পোচিওনে সামরিক মহড়ার সময় একটি বেসামরিক জেলায় যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়। এ সময় জেলাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গিওংগি-দো বুকবু ফায়ার সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় ১৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে দুজন গুরুতর আহত।
পোচিওন সিউল থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তর-পূর্বে। এর খুব কাছে উত্তর কোরিয়ার সীমান্ত; যেখানে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রায় সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, যৌথ লাইভ-ফায়ার মহড়ার সময় কেএফ-১৬ যুদ্ধবিমান থেকে ছোড়া আটটি ৫০০ পাউন্ড (২২৫ কেজি) এমকে-৮২ বোমা শুটিং রেঞ্জের বাইরে পড়ে। অস্বাভাবিক এই দুর্ঘটনার ফলে সৃষ্ট ক্ষতির জন্য আমরা দুঃখিত। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।
ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, কোনো অবিস্ফোরিত বোমা আছে কি না তা পরীক্ষা করার জন্য পৃথক বাহিনী মোতায়েন করা হয়েছে। ওই সময় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এদিকে এলাকার বাসিন্দারা বিক্ষোভ করেছেন। তারা বলছেন, বছরের পর বছর ধরে আবাসিক এলাকার কাছাকাছি প্রশিক্ষণ ক্ষেত্র থাকায় বিশৃঙ্খলা এবং সম্ভাব্য বিপদের বিষয়ে তারা আগেই প্রতিবাদ করেছেন। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়ে ভ্রুক্ষেপ করছে না।
মন্তব্য করুন