রমজানে দেশবাসীকে স্বস্তির বার্তা দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে রমজান উপলক্ষে বিমানভাড়া ও টোল কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো রমজান মাসে দেশীয় যাত্রীদের জন্য বিমান ভাড়া কমানো এবং বেশ কয়েকটি প্রধান হাইওয়েতে টোল ফি হ্রাস করার নির্দেশ দিয়েছেন। বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া এই বছর ১ মার্চ থেকে রমজান মাস শুরু হয়েছে।
রমজান মাস এবং পরবর্তী ঈদুল ফিতর উদযাপন স্থানীয়ভাবে মুদিক নামে পরিচিত বাড়ি ফেরার ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। এ সময় লাখ লাখ ইন্দোনেশিয়ান পরিবারের সঙ্গে ঈদ কাটাতে বাড়ি ফেরেন। ঈদের আগের এই বাড়ি ফেরার ভিড় জাকার্তা এবং সুরাবায়ার মতো বড় শহরগুলোতে বিশেষভাবে তীব্র হয়। এ সব জায়গায় যাত্রীরা বিভিন্ন পরিবহন মাধ্যম ব্যবহার করে। রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দরগুলোতে উপচেপড়ে ভিড় এবং হাইওয়েগুলোতে ভয়াবহ যানজট দেখা দেয়।
প্রাবোও ঘোষণা করেছেন যে, বিমান ভাড়া কমানো আগামী দুই সপ্তাহের জন্য কার্যকর হবে, অন্যদিকে ঈদুল ফিতর এবং বালির ন্যেপি (নীরবতা দিবস) উপলক্ষে বেশ কয়েকটি প্রধান হাইওয়েতে টোল ফি হ্রাস করা হবে। এই নীতি সরকারের মুদিক অভিজ্ঞতা সুগম করা এবং মুসলিম সম্প্রদায়কে রোজা রাখা ও ছুটিগুলো স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে সহায়তা করার প্রচেষ্টার অংশ।
মন্তব্য করুন