ইন্দোনেশিয়ার সরকার পবিত্র রমজান মাস উপলক্ষে অভ্যন্তরীণ বিমান ভাড়া কমানো ও প্রধান মহাসড়কগুলোর টোল কমানোর ঘোষণা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। খবর সিনহুয়ার।
বিশ্বের বৃহত্তম মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ায় শনিবার (১ মার্চ) থেকে রমজান শুরু হয়েছে। এই সময়ে দেশটির লাখো মানুষ পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপনের জন্য নিজ নিজ বাড়িতে ফেরেন, যা স্থানীয়ভাবে ‘মুদিক’ নামে পরিচিত। এ কারণে দেশটিতে বিমান ও সড়ক ভ্রমণের চাপ অনেক বেড়ে যায়।
জাকার্তা, সুরাবায়া ও অন্যান্য প্রধান শহর থেকে ঈদের আগে ব্যাপক সংখ্যক মানুষ নিজ শহরে ফেরেন। ফলে বিমানবন্দর, ট্রেন স্টেশন ও মহাসড়কগুলোতে প্রচণ্ড ভিড় সৃষ্টি হয়। বিশেষ করে মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে।
প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো জানান, জনগণের মুদিক অভিজ্ঞতা সহজ ও আরামদায়ক করতে আগামী দুই সপ্তাহের জন্য বিমান ভাড়া ও প্রধান মহাসড়কের টোল কমানো হবে। তিনি বলেন, ‘মুসলিম সম্প্রদায়ের রোজা রাখা এবং স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপনের জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।’
মন্তব্য করুন