শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন, ক্ষুব্ধ চীন

যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও চীনের পতাকা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও চীনের পতাকা। ছবি : সংগৃহীত

তাইওয়ান ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে যুক্তরাষ্ট্র। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন।

সোমবার ( ১৭ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের ওয়েবসাইট থেকে তাইওয়ানের বিষয়ে একটি বিবৃতি সরিয়ে ফেলেছে। বিবৃতিতে উল্লেখ ছিল যে, ওয়াশিংটন তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করে না। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে চীনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

চীনের দাবি, যুক্তরাষ্ট্রের এমন অবস্থানের পরিবর্তন তাইওয়ানের স্বাধীনতার পক্ষে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে ভুল সংকেত পাঠাচ্ছে। ফলে যুক্তরাষ্ট্রকে ‘তার ভুল সংশোধন করতে’ আহ্বান জানিয়েছে তারা।

তাইওয়ান-মার্কিন সম্পর্ক সংক্রান্ত ফ্যাক্ট শিটে আগে উল্লেখ ছিল যে, আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না। গত সপ্তাহে এটি সরিয়ে ফেলা হয় এবং যুক্তরাষ্ট্র এটিকে একটি রুটিন আপডেট বলে অভিহিত করে।

মার্কিন এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এখনো ‘এক চীন’ নীতিতে অটল রয়েছে। এ নীতি অনুসারে তারা তাইওয়ানের পরিবর্তে চীনের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।

অন্যদিকে চীন স্বশাসিত তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন এলাকা হিসেবে দেখে, যা একদিন চীনের অংশ হবে। এ লক্ষ্যে বলপ্রয়োগের বিকল্পও তারা উড়িয়ে দেয়নি। তবে অনেক তাইওয়ানের বাসিন্দা তাদের নিজেদের একটি আলাদা জাতি হিসেবে মনে করে।

নীতির এই পরিবর্তন সম্পর্কে তাইওয়ানে যুক্তরাষ্ট্রের ডি ফ্যাক্টো দূতাবাস আমেরিকান ইনস্টিটিউট ইন তাইওয়ানের একজন মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, যে ফ্যাক্ট শিটটি আপডেট করা হয়েছে তা তাইওয়ানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক সম্পর্ক সম্পর্কে সাধারণ জনগণকে জানানোর জন্য। তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে বলেছি যে, উভয় পক্ষের যে কোনো একতরফা অবস্থান পরিবর্তনের বিরোধিতা করি।

রোববার তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং যুক্তরাষ্ট্রকে তাদের নীতি পরিবর্তনের জন্য ধন্যবাদ জানান। তিনি এটিকে ইতিবাচক এবং তাইওয়ানবান্ধব ভাষা বলে অভিহিত করেন।

এদিকে সোমবার এক প্রেস কনফারেন্সে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তারা এ নীতির পরিবর্তনকে তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের গুরুতর পশ্চাৎপসরণ বলে উল্লেখ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, এটি তাইওয়ানের স্বাধীনতার পক্ষে সক্রিয় বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে একটি ভুল ও গুরুতর সংকেত পাঠাচ্ছে । এছাড়া এটি চীনকে নিয়ন্ত্রণে রাখতে তাইওয়ানকে ব্যবহার করার যুক্তরাষ্ট্রের ভুল নীতির আরেকটি উদাহরণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে শিবির নেতার ওপর ছাত্রদলের হামলা

‘সংস্কারের কথা বলে নির্বাচনপ্রক্রিয়াকে ঘোলাটে করার চেষ্টা করবেন না’

প্রথম পাতাল মেট্রোরেল কীভাবে চলবে, জানাল কর্তৃপক্ষ

রাবিতে দুই দিনব্যাপী গবেষণা মেলা শুরু শনিবার

মাটির তৈরি সব বহুতল ভবন টিকে আছে হাজার বছর

সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করায় ঢাবি সাদা দলের উদ্বেগ

আন্দোলনে আহত খোকনের চিকিৎসা হবে বিদেশে 

অক্টোবরে তপশিল ঘোষণা করে ডিসেম্বরে নির্বাচন দিন : আসাদুজ্জামান রিপন

জবিতে ‘চেতনায় একুশ’ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১০

চট্টগ্রাম ওয়াসায় দুদকের অভিযান, মিলল অনিয়মের প্রমাণ

১১

সিএনজি যাত্রীর ব্যাগে মিলল এলজি

১২

বিএম কন্টেইনার ডিপো পরিদর্শনে নেদারল্যান্ডসের প্রতিনিধি দল

১৩

কত টাকায় নিতে পারবেন স্নেক ম্যাসাজ

১৪

সিরাজগঞ্জে বাসচাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত

১৫

এমসি কলেজের ঘটনায় বিবৃতির প্রতিবাদ জানিয়ে শিবিরের ব্যাখ্যা

১৬

বাগেরহাটে সংঘর্ষে আহত বিএনপি নেতার মৃত্যু

১৭

হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু বাংলাদেশের

১৮

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

১৯

দেশের সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল রয়েছে : গভর্নর

২০
X