কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে প্রথমবার কূটনৈতিক সফরে আফগানিস্তান

এক সপ্তাহের সফরে তালেবান প্রতিনিধিরা জাপানের কর্মকর্তাদের সঙ্গে মানবিক সহায়তা ও কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন। ছবি : সংগৃহীত
এক সপ্তাহের সফরে তালেবান প্রতিনিধিরা জাপানের কর্মকর্তাদের সঙ্গে মানবিক সহায়তা ও কূটনৈতিক সম্পর্কের বিষয়ে আলোচনা করবেন। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের একটি প্রতিনিধিদল প্রথমবারের মতো কূটনৈতিক সফরে জাপানে পৌঁছেছে। জাপানে তালেবানের এ সফর কেবল মানবিক সহায়তা চাওয়ার উদ্দেশ্যে নয়, বরং জাপানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক সম্পর্ক গড়ার প্রচেষ্টার অংশ হিসেবেও দেখা হচ্ছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) জাপানি সংবাদমাধ্যম আসাহি শিমবুন ও আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের পররাষ্ট্র, শিক্ষা, অর্থনীতি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল এক সপ্তাহের সফরে জাপানে পৌঁছায়।

এই সফর তালেবানের জন্য বিরল এক ঘটনা, কারণ ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা পুনরুদ্ধারের পর থেকে তাদের কূটনৈতিক সফর মূলত প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার তারা জাপানের মতো দূরবর্তী ও উন্নত অর্থনীতির দেশে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে।

সফরে তালেবান প্রতিনিধিরা জাপানি সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মানবিক সহায়তার অনুরোধ জানাবে এবং একই সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন নিয়েও আলোচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আফগানিস্তানের তালেবান সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লতিফ নজরি এক্স (সাবেক টুইটার) পোস্টে সফরটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তালেবানের সক্রিয় সদস্য হওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে উল্লেখ করেন।

তিনি লেখেন, আমরা বিশ্বের সঙ্গে সম্মানজনক সম্পর্ক চাই, যেন একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, উন্নত ও সমৃদ্ধ আফগানিস্তান গড়ে তোলা যায়। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সদস্য হিসেবে প্রতিষ্ঠিত হতে চাই।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা এনএইচকে আফগান কূটনৈতিক সূত্রের বরাতে জানিয়েছে, তালেবান প্রতিনিধিরা জাপানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা করছে।

প্রসঙ্গত, তালেবান সরকার প্রতিবেশী দেশ মধ্য এশিয়া, রাশিয়া ও চীনের সঙ্গে নিয়মিত কূটনৈতিক সফর করে। তবে এর বাইরে অন্য অঞ্চলে সফর করার ঘটনা খুবই বিরল। তালেবান সরকার এর আগে শুধু ২০২২ ও ২০২৩ সালে নরওয়েতে অনুষ্ঠিত কূটনৈতিক সম্মেলনে অংশ নিতে ইউরোপ সফর করেছিল।

এদিকে ২০২১ সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর জাপানের কাবুলস্থ দূতাবাস সাময়িকভাবে কাতারে স্থানান্তরিত করা হয়েছিল। তবে পরবর্তীতে জাপান আফগানিস্তানে আবার মানবিক ও কূটনৈতিক কার্যক্রম শুরু করে।

তালেবান প্রতিনিধিদের জাপান সফরের মাত্র কয়েক দিন আগে কাবুলে গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের বাইরে ভয়াবহ আত্মঘাতী হামলা চালায় আইএসআইএল (আইসিস)। এতে বেশ কয়েকজন হতাহত হয়। জাপানের দূতাবাস হামলাটির নিন্দা জানিয়ে এক্স-এ লিখেছে, এ ধরনের সন্ত্রাসী হামলা অবিলম্বে বন্ধ করা উচিত।

তালেবানের এই সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তাদের সম্পর্কের ভবিষ্যৎ কোন দিকে এগোবে, সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘যারা এই কাজগুলো করছে, তাদের ঘুম হারাম করে দেব’

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

বইমেলায় নারী ফুটবল নিয়ে দুই ক্রীড়া সাংবাদিকের নতুন বই

মধ্যরাতে স্বরাষ্ট্র উপদেষ্টার জরুরি সংবাদ সম্মেলন

সালাহর জাদুতে সিটিকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করলো লিভারপুল

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে ঢাবিতে মধ্যরাতে বিক্ষোভ

মড্রিচের জাদুতে রিয়ালের দাপুটে জয়

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি সোনা লুট

ধানমন্ডিতে অস্ত্রসহ মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং

ইজিবাইকের ধাক্কায় নারী পোশাকশ্রমিক নিহত

১০

নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে ৩ বাহিনীপ্রধান ও রাজনীতিবিদরা

১১

‘মার্চে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব’

১২

ডব্লিউএইচও ও এফসিটিসি নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক

১৩

আশুলিয়া-সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ১০

১৪

রাজশাহীতে ডেভিল হান্টের তিনজনসহ গ্রেপ্তার ১৬ জন

১৫

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে সীমান্তে যুবক আটক

১৬

তামাকের আগ্রাসন দীঘিনালায়, হুমকিতে জনস্বাস্থ্য

১৭

যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু করতে প্রস্তুত ইসরায়েল : নেতানিয়াহু

১৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বগুড়ায় হত্যা মামলার আসামি গ্রেপ্তার

১৯

দক্ষিণ ঢাকায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে দেব না : ইশরাক

২০
X