ভয়াবহ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে শ্রীলঙ্কা। দেশটিতে গত জানুয়ারিতে ভোক্তা মূল্যসূচক ৪ শতাংশ কমেছে। ১৯৬০ সালের পর দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বড় মূল্যহ্রাস।
২০২২ সালের সেপ্টেম্বরে শ্রীলঙ্কা তীব্র অর্থনৈতিক সংকটে পড়ে। তখন মুদ্রাস্ফীতি রেকর্ড ৬৯ দশমিক ৮ শতাংশে পৌঁছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যাপক সংকট সৃষ্টি হয়েছিল। তবে, জানুয়ারিতে বিদ্যুৎ ও জ্বালানি খরচের হ্রাসের কারণে মূল্যহ্রাস ঘটেছে।
শ্রীলঙ্কা বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রায় ৩ বিলিয়ন ডলারের ঋণ নিয়ে পুনরুদ্ধারের চেষ্টা করছে। কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বার্ষিক মুদ্রাস্ফীতি ৫ শতাংশ হতে পারে ।
প্রেসিডেন্ট অনুঢ়া কুমার দিশানায়েকে আইএমএফের পুনরুদ্ধার কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এর আওতায় উচ্চ করহার ও রাষ্ট্রীয় ব্যয়ের কাটছাঁটসহ নানা সংস্কারমূলক পদক্ষেপ রয়েছে। তথ্য: এএফপি।
মন্তব্য করুন