চীন সামরিক খাতে বিপ্লব ঘটিয়েছে। যা কেউ কখনো কল্পনাই করতে পারেনি, সে কাজটাই করে দেখিয়েছে রেড ড্রাগনরা। এবার দেশটির বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী মেশিন গান তৈরি করেছে। এই মেশিন গান এতটাই শক্তিশালী যে, প্রতি মিনিটে সাড়ে ৪ লাখ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম।
তাবে চাঞ্চল্যকর খবর হলো এই মেশিন গান শব্দের চেয়ে দ্রুতগামী হাইপারসনিক মিসাইলকেও রুখে দেবে। চীনের তৈরি এই মেশিন গানে পাঁচটি বা তার চেয়ে বেশি ব্যারেল রয়েছে বলে জানিয়েছে চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
খবরে বলা হয়, এই মেশিন গানের প্রতিটি ব্যারেল থেকে প্রতি মিনিটে সাড়ে চার লাখ রাউন্ড গুলি ছোড়া সম্ভব। পরীক্ষার সময় দেখা যায়, ব্যারেজের ঘনত্ব নজিরবিহীন। এর ফলে, মাক ৭ গতির চেয়েও দ্রুতগামী হাইপারসনিক মিসাইলকে ভূপাতিত করতে সক্ষম এই মেশিন গান। অথচ মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী ফালানস্ক সিস্টেম প্রতি মিনিটে মাত্র সাড়ে ৪ হাজার রাউন্ড গুলি ছুড়তে পারে।
প্রচলিত মেশিন গানে মেকানিক্যাল ট্রিগার রয়েছে। এটা চীনের সেনাবাহিনীর চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে না। সেই ভাবনা থেকেই ইলেকট্রনিক ট্রিগার সংবলিত এই মেশিন গান তৈরি করেছেন নর্থ ইউনিভার্সিটি অব চায়নার একজন অ্যাসোসিয়েট প্রফেসর লু শুতাও। ইলেকট্রনিক টিগার থাকায় নজিরবিহীন দক্ষতার সঙ্গে মাত্র ১৭.৫ মাইক্রোসেকেন্ডে গুলি করতে পারে এই মেশিন।
প্রতি মিনিটে ১০ লাখ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম অস্ত্র বানানোর প্রজেক্ট ১৯৯০-এর দশকে হাতে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার একজন উদ্ভাক। তার নাম মাইক ও’ডইয়ার। এজন্য তিনি একটি কোম্পানিও খুলেছিলেন। সেটির নাম দেন মেটাল স্টর্ম ইনক.। ৩৬ ব্যারেলের এই টেস্টিং সিস্টেম মিনিটে ১০ লাখ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম হয়। তাই ওই অস্ত্রের নামও হয়ে গিয়েছিল মেটাল স্টর্ম বা ধাতুর ঝড়।
২০০৬ সালে ও’ডইয়ার গণমাধ্যমকে জানান, চীনের সেনাবাহিনী তার কাছে এই প্রযু্ক্তি কিনতে চেয়ে অর্থ প্রস্তাব করেছে। এরপরই টনক নড়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। তখন তারা ও’ডইয়ারের সঙ্গে মিলে নতুন একটি অস্ত্র তৈরির প্রজেক্ট হাতে নেয়। কিন্তু কারিগরি এবং অন্যান্য চ্যালেঞ্জের কারণে সেই প্রজেক্ট শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।
পরবর্তীতে ২০১২ সালে দেউলিয়া হয় মেটাল স্টর্ম ইনক.। ও’ডইয়ারের সহায়তা না পেলেও এবার চীন নিজেই তাদের মেটাল স্টর্ম তৈরি করতে সক্ষম হয়েছে।
মন্তব্য করুন