আসিয়ানের ৪৪তম ও ৪৫তম শীর্ষ সম্মেলন শুরু হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (৮ অক্টোবর)। এ উপলক্ষে আসিয়ান নেতাদের স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে লাওস।
সম্মেলন উপলক্ষে লাওস ও অন্যান্য দেশের প্রায় ২০০০ প্রতিনিধি ও প্রায় ১০০০ সাংবাদিক ২০টিরও বেশি বৈঠকে যোগ দেবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠু আয়োজনে সব ধরনের ব্যবস্থার কথা জানিয়েছে দেশটি।
সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, ৮ থেকে ১১ অক্টোবর লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের মূল প্রতিপাদ্য হলো- ‘আসিয়ান: সংযোগ ও স্থিতিস্থাপকতা বৃদ্ধি’।
লাওসের গণপূর্ত ও পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ৫ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত রাজধানী ভিয়েনতিয়েনের নির্দিষ্ট রাস্তায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে তারা। আসিয়ান সম্মেলনে নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে লাওস সরকার রাজধানীতে কিছু ইভেন্টও বাতিল করেছে।
বৈঠকে আসিয়ান সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধান, সংলাপ অংশীদার দেশ এবং বহিরাগত অংশীদার দেশগুলোর পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। লাওসের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন ৫ সেপ্টেম্বর লাওসের সমস্ত জাতিগোষ্ঠীকে ৪৪ তম ও ৪৫ তম আসিয়ান শীর্ষ সম্মেলন এবং সম্পর্কিত বৈঠকের পাশাপাশি ২০২৪ সালে আসিয়ান সভাপতি ও হোস্ট হিসেবে লাওসের ভূমিকাকে সক্রিয়ভাবে সহায়তার আহ্বান জানিয়েছেন।
লাওসের জননিরাপত্তা মন্ত্রণালয় ১০ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সম্মেলন চলাকালীন কঠোর নিরাপত্তা নিশ্চিতে ট্রাফিক পুলিশ অফিসারদের জন্য একটি প্রশিক্ষণ সেশনের আয়োজন করেছে।
লাওসের শিক্ষা ও ক্রীড়া মন্ত্রণালয় আন্তর্জাতিক প্রতিনিধি ও ইভেন্টগুলোতে যোগদানকারী উচ্চ-স্তরের কর্মকর্তাদের মসৃণ ভ্রমণের সুবিধার্থে আসিয়ান শীর্ষ সম্মেলন চলাকালে যানজট কমাতে ভিয়েনতিয়েনে ৪৯৭ টি স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এই অস্থায়ী ব্যবস্থাটি যানজটবিহীন পরিবহনের সুবিধার্থে এবং সমস্ত অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি বিস্তৃত কৌশলের অংশ।
মন্তব্য করুন