আবারও অশান্ত হয়ে উঠছে পাকিস্তানের রাজনীতি। কয়েক মাস শান্ত থাকার পর নতুন করে শুরু হচ্ছে বিক্ষোভ-সহিংসতা। এবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় নামবে লাখ লাখ মানুষ। এ জন্য পাকিস্তানজুড়ে আগামী ৫ আগস্ট বিক্ষোভের ডাক দিয়েছে তার দল পিটিআই।
স্থানীয় সময় রোববার, ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা আসাদ কায়সার এ বিক্ষোভের ডাক দেন। এ সময় তার সঙ্গে ছিলেন পার্টির মহাসচিব ওমর আইয়ুব খান ও তার সমর্থকরা।
পাকিস্তানি গণমাধ্যমগুলো বলছে, ৫ আগস্ট পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের গ্রেপ্তারের দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ জন্যই প্রতিবাদ জানাতে এদিন মাঠে নামতে চায় তারা।
এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি আছেন ইমরান খান। তাকে জেলে রেখেই নতুন নির্বাচনের আয়োজন করা হয়। সরকার গঠন করা হয়। এবার যে কোনো মূল্যে মুক্তির দাবি জানিয়ে আসছে পিটিআই নেতারা। তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর ২০২৩ সালের ৫ আগস্ট লাহোর থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
ইমরান খানের বিরুদ্ধে কারাদণ্ডের রায় হলে গোটা পাকিস্তানজুড়ে বিক্ষোভ সহিংসতা শুরু হয়। সেই সময় সেনা নিবাসেও চালানো হয় ভাঙচুর হামলা, অগ্নিসংযোগ।
পাকিস্তানের গণমাধ্যম বলছে, এরই মধ্যে বিক্ষোভের প্রস্তুতি নিতে শুরু করেছেন ইমরান খানের সমর্থকরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। শুরু হতে পারে সহিংস পরিস্থিতি।
এমনিতেই পাকিস্তানের রাজনীতি নাটকীয়তায় মোড়ানো। দেশটিতে এখন পর্যন্ত কোনো প্রধানমন্ত্রীই তার মেয়াদ পূর্ণ করে যেতে পারেননি। তার আগেই কোনো না কোনো কারণে ক্ষমতা ছাড়তে হয়েছে। ইমরান খানকেও মেয়াদ শেষ হওয়ার আগেই ক্ষমতা ছাড়তে হয়।
ইমরান খানের সমর্থকরা বলছেন, গত নির্বাচনে তাদের জোর করে হারানো হয়েছে। তাদের নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন চালানো হয়েছে। এখনো বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
মন্তব্য করুন