পশ্চিম নাইজারের একটি গ্রামে জিহাদি গোষ্ঠীর হামলায় ৪৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) শনিবার (২২ মার্চ) এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার দুপুর ২টার দিকে যখন মুসল্লিরা জুমার নামাজ আদায় করছিলেন, তখন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীরা হামলা করে। অস্ত্রধারীরা মসজিদটি ঘিরে ফেলে এবং পর মুহূর্তে গণহত্যা শুরু করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বন্দুকধারীরা পালিয়ে যাওয়ার আগে একটি বাজার এবং বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। এতে আরও হতাহতের ঘটনা ঘটে।
এ হামলায় কমপক্ষে ৪৪ বেসামরিক নাগরিক নিহত হন। এ ছাড়া ১৩ জন গুরুতর আহত। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
মালি ও বুরকিনা ফাসোর ত্রি-রাজ্য সীমান্তের কাছে কোকোরোর গ্রামীণ কমিউনের ফাম্বিতা গ্রামে এই হামলা চালানো হয়। সরকার এই হামলার জন্য ইসলামিক স্টেট ইন দ্য গ্রেট সাহারা বা ইআইজিএসকে দায়ী করেছে।
তবে অ্যাসোসিয়েটেড প্রেস মন্তব্যের জন্য ইআইজিএসের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।
মন্তব্য করুন