কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নিল সুদানের সেনাবাহিনী

প্রেসিডেন্ট প্রাসাদে সেনাবাহিনী। ছবি : সংগৃহীত
প্রেসিডেন্ট প্রাসাদে সেনাবাহিনী। ছবি : সংগৃহীত

প্রেসিডেন্ট প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে সুদানের সেনাবাহিনী। তারা জানিয়েছে, শুক্রবার (২১ মার্চ) সেনাবাহিনী খার্তুমের কেন্দ্রস্থলে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশকে বিভক্ত করার হুমকি দেওয়া প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দুই বছরের পুরোনো সংঘাতের সবচেয়ে প্রতীকী সাফল্যের মধ্যে এটি একটি। দেশটিতে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে ব্যাকফুটে ছিল। কিন্তু সম্প্রতি তারা অগ্রগতি অর্জন করছে এবং আধা-সামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) কাছ থেকে দেশের কেন্দ্রস্থলের অঞ্চল পুনরুদ্ধার করেছে।

এদিকে আরএসএফ পশ্চিমে নিয়ন্ত্রণ একীভূত করেছে, যুদ্ধক্ষেত্রকে আরও শক্তিশালী করেছে এবং দেশকে কার্যত বিভক্তির দিকে নিয়ে গেছে। গোষ্ঠীটি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় একটি সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। যদিও এটি ব্যাপক আন্তর্জাতিক স্বীকৃতি পাবে বলে আশা করা হচ্ছে না।

সেনাবাহিনী জানিয়েছে, তারা মধ্য খার্তুমের মন্ত্রণালয় এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিয়ন্ত্রণও নিয়েছে। সামরিক সূত্র জানিয়েছে, আরএসএফ যোদ্ধারা প্রায় ৪০০ মিটার দূরে সরে গেছে।

২০২৩ সালের এপ্রিলে সশস্ত্র বাহিনীতে আধা-সামরিক বাহিনীর একীভূতকরণ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর, আরএসএফ দ্রুত খার্তুমের প্রাসাদটি এবং শহরের বাকি অংশ দখল করে নেয়।

সেনাবাহিনী প্রাসাদে সৈন্যদের উল্লাসের ভিডিও শেয়ার করেছে। এতে দেখা গেছে, কাচের জানালা ভেঙে গেছে এবং দেয়ালে গুলির চিহ্ন রয়েছে। তবে প্রাসাদ পুনরুদ্ধার এবং খার্তুমে সেনাবাহিনীর অগ্রগতি সম্পর্কে আরএসএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

বৃহস্পতিবার গভীর রাতে এই গোষ্ঠীটি জানিয়েছে, তারা দেশের পশ্চিমে অবস্থিত উত্তর দারফুরে সেনাবাহিনীর কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করেছে। অনেক সুদানি সেনাবাহিনী প্রাসাদের নিয়ন্ত্রণ নেওয়ার খবরকে স্বাগত জানিয়েছে।

৫৫ বছর বয়সী খার্তুমের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রাসাদের মুক্তি আমার শোনা সেরা খবর। কারণ এর অর্থ হলো খার্তুমের বাকি অংশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসার শুরু। আমরা আবার নিরাপদে থাকতে চাই এবং ভয় বা ক্ষুধা ছাড়াই বাঁচতে চাই।

জাতিসংঘ জানিয়েছে, এই সংঘাত বিশ্বের বৃহত্তম মানবিক সংকটের দিকে পরিচালিত করেছে, বিভিন্ন স্থানে দুর্ভিক্ষ এবং ৫ কোটি মানুষের দেশজুড়ে রোগ ছড়িয়ে পড়েছে।

সংঘাতে উভয়পক্ষের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে, অন্যদিকে আরএসএফের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও আনা হয়েছে। তবে উভয় পক্ষই অভিযোগ অস্বীকার করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের হুশিয়ারি যুক্তরাষ্ট্রের

একটি প্রতিষ্ঠান একটি গণমাধ্যমের মালিক হতে পারবে : গণমাধ্যম সংস্কার কমিশন

গাজার সামরিক গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ছাত্র-জনতার ওপর হামলা, পলাতক চেয়ারম্যান রাসেল গ্রেপ্তার

ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুর গ্রেপ্তার

বৃষ্টির হুমকিতে আইপিএলের উদ্বোধন, ম্যাচ ভেস্তে গেলে কী হবে?

কমিশনের বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে : প্রধান উপদেষ্টা

নতুন করে ৫ লাখ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন

সরকারি জলাশয় দখল নিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ৭

১০

না ফেরার দেশে বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান

১১

রমজানে স্বস্তির প্রার্থনায় আরএফএল ওয়াটার পাম্পের ফ্রি সার্ভিস

১২

আ.লীগ নিষিদ্ধের প্রশ্নে কী বললেন মির্জা ফখরুল

১৩

সাফ চ্যাম্পিয়ন ঋতুপর্ণার বাড়ি নির্মাণে বাধার অভিযোগ

১৪

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে খেলাফত মজলিসের সংলাপ অনুষ্ঠিত

১৫

আ.লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম জুলাইয়ে আহতদের

১৬

১৬ বছরে ভোট ও ২৩ বছরে প্রার্থী হওয়ার প্রস্তাব রাখবে এনসিপি

১৭

একইসঙ্গে চলতে পারে সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া : মির্জা ফখরুল

১৮

হাতির আক্রমণে শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

১৯

জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৫

২০
X