উগান্ডার একটি শরণার্থী শিবিরে প্রার্থনার সময় বজ্রপাতে ১৩ কিশোরসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২ নভেম্বর) উত্তর উগান্ডার লামও জেলায় এ ঘটনা ঘটে বলে রোববার (৩ নভেম্বর) দেশটির পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে।
উগান্ডার পুলিশের মুখপাত্র কিতুমা রুসোকে জানান, শনিবার বিকেল ৫টার দিকে প্রার্থনার জন্য সমবেত হওয়ার সময় বৃষ্টি শুরু হয় এবং ৫টা ৩০ মিনিটে বজ্রপাত হয়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, বজ্রপাতের ঘটনাটি উত্তর উগান্ডার লামও জেলার পালাবেক শরণার্থী শিবিরে ঘটেছে। যা দক্ষিণ সুদানের সীমান্তের কাছাকাছি উগান্ডার ভূখণ্ডে অবস্থিত।
লামও জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, শিবিরটিতে প্রায় ৮০ হাজার শরণার্থী রয়েছেন। যাদের বেশিরভাগই দক্ষিণ সুদান থেকে এসেছেন।
মন্তব্য করুন