পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে উৎখাতের পর তার দলের প্রধান কার্যালয়ে হামলা চালিয়ে আগুন দিয়েছে সামরিক অভ্যুত্থানের সমর্থকরা। খবর বিবিসি।
গত বুধবার (২৬ জুলাই) প্রেসিডেন্ট বাজুমকে আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেয় সেনাবাহিনী। এর আগে তারা প্রেসিডেন্টকে তার বাসভবনে অবরোধ করে রাখে।
সেনা অভ্যুত্থানের পর বৃহস্পতিবার নাইজারে সেনাবাহিনীর পক্ষে দেশটির পার্লামেন্টের বাইরে সমাবেশ করেন মানুষ। এরপর সেখান থেকে বেশ কয়েকজনের একটি দল ক্ষমতাসীন দলের প্রধান কার্যালয়ে আগুন দেয়। এ সময় তারা রাশিয়ার জাতীয় পতাকা প্রদর্শন করছিলেন।
আরও পড়ুন : নাইজারে সামরিক অভ্যুত্থান, দেশজুড়ে কারফিউ
৬৪ বছর বয়সি বাজুম দুই বছর আগে নাইজারের প্রসিডেন্ট নির্বাচিত হন। তিনি পশ্চিম আফ্রিকায় জঙ্গিদের বিরুদ্ধে পশ্চিমা মিত্রদের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন।
এর আগে ২০২১ সালের মার্চে দেশটিতে সেনাবাহিনী অভ্যুত্থানের চেষ্টা করে। প্রেসিডেন্ট হিসেবে বাজুমের শপথ নেওয়ার কয়েকদিন আগেই সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের এ ব্যর্থ চেষ্টা করে।
এদিকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুতের ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ আরও বেশ কয়েকটি দেশ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, বাজুমের পাশে যুক্তরাষ্ট্র থাকবে।
অন্যদিকে জাতিসংঘ দেশটি থেকে তাদের মানবিক সহায়তা কার্যক্রম স্থগিত করেছে। তবে অভ্যুত্থানের কারণে এটি স্থগিত করা হয়েছে কি না, তা এখনো অস্পষ্ট রয়েছে।
যদিও জাতিসংঘ এর আগে জানিয়েছিল, নাইজারে ৪০ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাজুমের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন