নিজের মান আর মর্যাদা বাড়াতে অনেকে নানা বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে থাকেন। এগুলোর ফলে বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তির গ্রহণযোগ্যতাও বৃদ্ধি পায়। তবে নিজের অবস্থান মজবুত করতে ভুয়া পিএইচডি ডিগ্রি দাখিল করেছেন এক দেশের শিক্ষামন্ত্রী।
বৃহস্পতিবার (০৪ জুলাই) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের নতুন শিক্ষামন্ত্রী মোহাম্মদ আব্দেল লতিফের পিএইচডি ডিগ্রি ভুয়া বলে প্রতীয়মান হয়েছে। একজন সাংবাদিক ও অনলাইন ফ্যাক্টচেকার এমন দাবি করেছেন। সরকারি ওয়েবসাইটে দেওয়া পিএইচডি ডিগ্রির বিষয়টি বিশ্লেষণের পর এমনটি দাবি করেছেন তিনি।
মিসরের নতুন সরকার গত বুধবার শপথ নিয়েছেন। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া বাকি সব পদে পরিবর্তন আনা হয়েছে। দেশটিতে নতুন সরকারের শিক্ষামন্ত্রী হয়েছেন মোহাম্মদ আব্দেল লতিফ।
মিসরের সরকারি ওয়েবসাইট ও দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে নতুন শিক্ষামন্ত্রীর জীবনবৃত্তান্ত প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, মোহাম্মদ আব্দেল লতিফ যুক্তরাষ্ট্র থেকে দুটি পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি নিয়েছেন। এরমধ্যে একটি কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক লরেন্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন তিনি।
মন্তব্য করুন