কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ১০:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্যানসার প্রতিরোধে জাদু দেখাবে এআই

আমেরিকার সান দিয়েগো শহরে ক্যানসার সম্মেলন। ছবি : সংগৃহীত
আমেরিকার সান দিয়েগো শহরে ক্যানসার সম্মেলন। ছবি : সংগৃহীত

ক্যানসার গবেষণা ও চিকিৎসায় বিশেষজ্ঞদের অন্যতম আশা-ভরসা হয়ে উঠেছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম মেধা। সেই কথাই প্রতিধ্বনিত হলো আমেরিকার সর্ববৃহৎ ক্যানসারবিষয়ক সংগঠন ‘আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যানসার রিসার্চ’ (এএসিআর)-এর বার্ষিক সম্মেলনে। আমেরিকার সান দিয়েগো শহরে সম্প্রতি শেষ হয়েছে চার দিনব্যাপী সম্মেলন।

সম্মেলনে বিশেষজ্ঞরা বলেন, ক্যানসার রোগীর সম্ভাব্য চিকিৎসা সহজ করে দিতে পারে এআই-প্রযুক্তি। রোগীর দেহে ড্রাগ রেজিস্ট্যান্স (কোনো ওষুধ কাজ না করার কারণ) অনুমান করতে সাহায্য করবে এআই।

এএসিআর আয়োজিত ক্যানসার সম্মেলনে যোগ দিয়েছিলেন কয়েক হাজার মানুষ। চিকিৎসক, নার্স, গবেষক, ক্যানসার রোগী, রোগীর ‘কেয়ারগিভার’ সকলেই ছিলেন সেখানে। ছিলেন ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির প্রতিনিধি এবং ক্যানসার-সাংবাদিকেরাও। এই সম্মেলনের লক্ষ্য- একযোগে ক্যানসারের বিরুদ্ধে লড়াই।

প্রশান্ত মহাসাগরের ধার ঘেঁষে সান দিয়েগো শহর। সুদূর বিস্তৃত সমুদ্রসৈকত, রৌদ্রোজ্জ্বল ভূমধ্যসাগরীয় আবহাওয়া, মেক্সিকান খাবার (মেক্সিকো সীমান্তের একেবারে কাছে এ শহর), স্পেনীয় ঔপনিবেশিক ইতিহাসের ছোঁয়া। এসবের টানে সারা বছরই পর্যটকের আনাগোনা লেগে থাকে।

বর্তমানে এই শহর আমেরিকার বায়োটেকনোলজি হাব-ও হয়ে উঠেছে। ‘ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, সান দিয়েগো’ (ইউসিএসডি), ‘সল্ক ইনস্টিটিউট’-এর মতো একাধিক নামজাদা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এ শহরে। এ বছর তাই এমনই এক শহরকে বেছে নেওয়া হয়েছিল এএসিআর-এর সম্মেলনের জন্য।

বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে ক্যানসার চিকিৎসা ক্রমশ উন্নত হচ্ছে। ক্যানসার এমন এক অসুখ, যাতে মানুষ সর্বস্বান্ত হয়েও প্রিয়জনকে বাঁচাতে অক্ষম হন। ঘরকে ঘর উজাড় হয়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, উন্নত চিকিৎসা ব্যবস্থায় রোগীর মৃত্যুহার উল্লেখযোগ্য হারে কমেছে। ক্যানসার নিয়েই বহু রোগী দীর্ঘদিন বেঁচে থাকছেন, তাদের জীবনযাপনের মান উন্নত হয়েছে।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক অরিন্দম বসু জানান, ‘প্রজেক্ট জিনি’ নামে একটি প্রকল্প শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে বিশ্বের ১৯টি ক্যানসার সেন্টার। এই প্রকল্পের লক্ষ্যই হলো ক্যানসার সংক্রান্ত হাজার হাজার ক্লিনিক্যাল তথ্য ও জিনোমিক তথ্য এআই-এর সাহায্যে একত্র করা। অরিন্দম বলেন, প্রতিটি ক্যানসার রোগীর রোগ-চরিত্র ভিন্ন। এ হেন কর্কটরোগের বৈশিষ্ট্যগুলো যত বিশদে জানা সম্ভব হবে, তত ক্যানসারকে বাগে আনা সহজ হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মাইরিয়া ক্রিসপিন। তিনি ‘মেশিন লার্নিং’-এর ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ক্যানসার রোগীর সম্ভাব্য চিকিৎসা সহজ করে দিতে পারে এআই-প্রযুক্তি। ‘মেমোরিয়াল স্লোয়ান কেটেরিং’-এর কম্পিউটেশনাল অঙ্কোলজি বিভাগের প্রধান সোহরাব শাহ বলেছেন, রোগীর দেহে ড্রাগ রেজিস্ট্যান্স (কোনো ওষুধ কাজ না করার কারণ) অনুমান করতে সাহায্য করবে এআই।

হার্ভার্ড মেডিকেল স্কুলের বিজ্ঞানী লোরেলেই মুচি জোর দিয়েছেন, বিশ্বজুড়ে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এআই-এর সাহায্যে সঠিকভাবে নথিভুক্তকরণে। কানাডার ‘প্রিন্সেস মার্গারেট ক্যানসার সেন্টার’-এর বিজ্ঞানী বেঞ্জামিন হাইব-কেন্সের মতে, কার্সিনোজেনেসিস-কে বুঝতে সাহায্য করবে মেশিন লার্নিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন সৈয়দ জামিল আহমেদ

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

‘বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিমা সংস্কৃতি দূর করতে হবে’

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাব জব্দ

ব্রিটিশ বাজারে ‘গাজা কোলার’ বাজিমাত

ইহুদি তরুণদের মধ্যে বাড়ছে গাজায় হামলাবিরোধী মনোভাব

টাকা না দিলেই গায়ে সাপ ছেড়ে দেওয়ার হুঁমকি

খুলনায় তিন শতাধিক ব্যক্তির নামে মামলা, জানে না বাদী

অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতালের দ্বিতীয় সপ্তাহের প্রশিক্ষণ শুরু

মাদক সংশ্লিষ্ট কাউকে ধরিয়ে দিলেই ৫ হাজার টাকা পুরস্কার

১০

তিন মাস পর চাঁবিপ্রবির শিক্ষা কার্যক্রম শুরু

১১

সেন্ট গ্রেগরি স্কুলে সোহরাওয়ার্দীর শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর  

১২

রাবির কলা অনুষদ ডিনস অ্যাওয়ার্ড পেলেন ১৩ শিক্ষার্থী

১৩

শেখ হাসিনার ভাতিজা মঈন রিমান্ডে

১৪

রাজধানীতে মোটরসাইকেল চলাচলে ডিএমপির কঠোর নির্দেশনা

১৫

নির্যাতিত আ.লীগ কর্মী উজ্জ্বলের বাড়িতে গেলেন রিজভী

১৬

শিক্ষার্থীদের জন্য দুই রুটে বাস চালু করল যবিপ্রবি

১৭

মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নে যুবকের যাবজ্জীবন

১৮

‘গুমের দায়ে ২২ জনকে বরখাস্তের খবরটি ভুয়া’ 

১৯

অনুমতি ছাড়া আর আইজিপির বাসভবনে যেতে পারবেন না পুলিশ সদস্যরা

২০
X