কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ০২:৩৩ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ‘যত দ্রুত সম্ভব’ যুদ্ধবিরতি শুরু করা উচিত : শি জিনপিং

ব্রিকস সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত
ব্রিকস সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে গাজায় সংঘাতের অবসান ঘটাতে ‘যত দ্রুত সম্ভব’ যুদ্ধবিরতি শুরু করার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চীনা সংবাদমাধ্যম দ্য সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাজানে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠকে শি জিনপিং ইরানের প্রতি চীনের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় চীন সবসময় সহযোগিতা করবে। চীন ইরানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বজায় রাখতে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে পেজেশকিয়ান জানান, ইরান অবকাঠামো ও ক্লিন এনার্জির মতো গুরুত্বপূর্ণ খাতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায়। তিনি বলেন, বৈশ্বিক আধিপত্য ও বল প্রয়োগের বিরুদ্ধে ইরান চীনের সঙ্গে দৃঢ়ভাবে অবস্থান নেবে। উল্লেখ্য, এ বৈঠক ছিল জুলাইয়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার মুখোমুখি আলোচনা।

সম্প্রতি ইসরায়েল ইরানকে আক্রমণের হুমকি দিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ১ অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন, যা ইসরায়েলের সামরিক সক্ষমতার প্রমাণ হিসেবে দেখা হবে। এ বিষয়গুলোর বিবেচনায় বৈঠকটি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে শি জিনপিং ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন এবং গাজায় যুদ্ধবিরতি দ্রুত শুরু করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, গাজার জনগণের দুর্ভোগ লাঘব করতে জরুরি পদক্ষেপ নিতে হবে।

শি জিনপিংয়ের এ মন্তব্য গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দেয় এবং আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা নির্দেশ করে। এ পরিস্থিতি আসন্ন বৈশ্বিক কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়ে আসতে পারে, যেখানে ইরান ও চীনের সম্পর্কের উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি-মানুষের অশ্রুগাথা / আলোকচিত্রে জলবায়ু সহনশীলতার সাহসী গল্প

কুমিল্লায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভা

পবিপ্রবিতে র‌্যাগিংয়ে জিরো টলারেন্স নীতি

‘শিগগিরই সিটি করপোরেশনে পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ দেওয়া হবে’

চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন সেলিম

পদ্মায় ইলিশ ধরায় ৮ জেলের কারাদণ্ড

জামায়াত একটি মানবিক রাষ্ট্র কায়েম করতে চায় : রফিকুল ইসলাম

‘২৮ অক্টোবরের বিচারের মাধ্যমে সংস্কার শুরু করতে হবে’

স্পেনে ‘দানার’ তাণ্ডব, ৫১ জনের প্রাণহানি

বন্যপ্রাণী সংরক্ষণে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : পরিবেশ উপদেষ্টা

১০

যশোরে দেশীয় অস্ত্রসহ যুবলীগ কর্মী আটক

১১

কানাডা, যুক্তরাজ্য ও ইইউ’র নতুন নিষেধাজ্ঞায় মিয়ানমারের জান্তা

১২

যৌথসভা ডেকেছে বিএনপি 

১৩

উৎসাহ-উদ্দীপনায় জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ভোট সম্পন্ন

১৪

সোনার দামে নতুন রেকর্ড

১৫

ছাত্রলীগের বর্বরতার ছবি-ভিডিও যেভাবে জমা দেওয়া যাবে

১৬

শেয়ারবাজারই বলে দেবে কে হবেন মার্কিন প্রেসিডেন্ট

১৭

ফুটবল খেলার সময় অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

১৮

তরুণ কলাম লেখক ফোরাম খুবি শাখার আত্মপ্রকাশ

১৯

বর্জ্য সংগ্রহে এলাকাভিত্তিক দখলদারিত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি  

২০
X