রাজধানীর মোহাম্মদপুরে এক তরুণীকে ২৫ দিন আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
বুধবার (৩ এপ্রিল) এক বিবৃতিতে জড়িতদের অতি দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সংস্থাটি।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, গত ৫ মার্চ ওই তরুণীকে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে টানা ২৫ দিন আটকে রেখে ধর্ষণ করা হয় এবং এ ঘটনার ভিডিও করে বিদেশে পাঠানো হয়। এরপর ৩০ মার্চ ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় তিন যুবক ও এক নারীকে আসামি করে মামলা হয়েছে। পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করেছে।
এমজেএফ-এর নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ঘরে-বাইরে নারীরা ধর্ষণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। সম্প্রতি মোহাম্মদপুরে ধর্ষণের ঘটনা আমাদের আরও শঙ্কিত করে তুলেছে। এমজেএফ-এর পক্ষ থেকে আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িতদের অতি দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।
আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর বরাতে তিনি আরও বলেন, এ বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ১১৪ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে তিনজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং একজন আত্মহত্যা করেছে। ধর্ষণের মতো জঘন্যতম অপরাধের বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা বাড়তে থাকবে যা নারীর জীবনকে আরও শঙ্কিত করে তুলবে এবং তাদের অগ্রগতি ব্যাহত করবে।
২০২০ সালে এমজেএফ ধর্ষণের ২০টি ঘটনা গভীরভাবে বিশ্লেষণ করে দেখে, অনেক সময় ছয় মাসের মধ্যে চার্জশিট জমা হলেও ৪-৫ বছরেও বিচার কাজ শেষ হয় না। মামলার বাদী ও সাক্ষীরা নিরাপত্তার অভাবে আদালতে নিয়মিত হাজিরা দিতে না পারাতেও বিচার কাজ দীর্ঘায়িত হয়।
মন্তব্য করুন