একজন নারী তার পরিবারের দায়িত্ব পালনে একটা বড় সময় ব্যয় করেন। এর পরে আছে সামাজিক দায়িত্ব। কর্মজীবী হলে দিনের ১৮ থেকে ২০ ঘণ্টাই তাকে ঘরে-বাইরে সমানভাবে কাজ করতে হয়। মানব প্রজন্ম রক্ষায় সন্তান জন্মদানসহ লালন-পালন করার মূল দায়িত্বটিও নারীরই। পারিবারিক ও জাতীয় অর্থনীতিতেও প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নারীর অবদান গুরুত্বপূর্ণ, অথচ নারীর মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত জীবনের জন্য পরিবার এবং রাষ্ট্রের কোথাও পর্যাপ্ত বিনিয়োগ নেই! নারীকে দিতে হবে একজন পরিপূর্ণ মানুষের মর্যাদা এবং নিশ্চিত করতে হবে নারীর সার্বিক সুরক্ষা।
নারীপক্ষের আন্তর্জাতিক নারী দিবস কমিটির আয়োজনে মঙ্গলবার (৫ মার্চ) রমনা পার্কের অরুণোদয় গেট থেকে পদযাত্রা অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।
নারীর সার্বিক সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করুন, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর সুরক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করুন, খাদ্য, বাসস্থান ও চিকিৎসাসহ নারীর সার্বিক কল্যাণ নিশ্চিত করুন, নারীর প্রতি সকল প্রকার বৈষম্যমূলক আইন, নীতিমালা, প্রথা, চর্চা ও বিধিবিধান বিলুপ্ত করুন, নারীকে সম্মান করুন, মর্যাদা দিন ইত্যাদি ব্যানার, বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেস্টুন নিয়ে মৎস ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সামনে আসে।
পদযাত্রা শেষে ঘোষণাপত্র পাঠ করেন নারীপক্ষ’র সদস্য রেহানা সামদানী। পদযাত্রায় কমিটির অন্তর্ভুক্ত ৫০টি সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার, বয়স, বিভিন্ন লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী, প্রতিবন্ধী, বিভিন্ন সাংস্কৃতিক ও উন্নয়ন সংগঠনের প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন