কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ এএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ

‘যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারের লড়াই নারীর একার কাজ নয়’

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকারের লড়াই নারীর একার কাজ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সুইডেন দূতাবাসের রাষ্ট্রদূত অ্যালেক্সান্দ্রা বার্গ ফন লিন্ডে।

‘জেন্ডার সমতা অর্জনে সহিংসতা প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সুরক্ষায় বিনিয়োগ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল (২৫ নভেম্বর – ১০ ডিসেম্বর), ২০২৩ উপলক্ষে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সোমবার সকালে এমজেএফ টাওয়ারের আলোক অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অ্যালেক্সান্দ্রা বার্গ ফন লিন্ডে আরো বলেন, ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ২০ বছর ধরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল পালন করা হচ্ছে। কিন্তু ২০২৩ এ এসেও যে নারী ও কন্যা শিশুরা জেন্ডারভিত্তিক নির্যাতনের শিকার হচ্ছে এই বিষয়টি আমাদের অবাক করে। জেন্ডার সমতা অর্জনে আমাদের ঘর থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত কাজ করতে হবে।

সুইডেন দূতাবাসের অর্থায়নে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত ‘নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্যে লবণাক্ততার প্রভাব: বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর একটি গবেষণা’ শীর্ষক গবেষণার ওপর প্রবন্ধ উপস্থাপন করেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আশরাফি বিনতে আকরাম।

ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশনের সম্মানিত কমিশনার লিলি নিকোলস বলেন, ‘বাংলাদেশে অনেক নীতিমালা ও আইন হচ্ছে। তবে আইনের প্রণয়ন ও প্রয়োগ, জবাবদিহিতা ও রাজনৈতিক সদিচ্ছার অভাব নারীর প্রতি সহিংসতার অন্যতম কারণ। সহিংসতার ভয়ে অনেক তরুণী রাজনীতিতে অংশ নিতে পারে না। সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ সবসময় কানাডাকে পাশে পাবে।’

গড়ে প্রতিদিন ১০ জন নারী সহিংসতার শিকার হচ্ছে জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, ‘ঘরে ঘরে কত নারী সহিংসতার শিকার হচ্ছে তার সুনির্দিষ্ট সংখ্যা আমরা জানি না। আমরা বৈবাহিক ধর্ষণ নিয়েও কথা বলি না। আমাদের কমিউনিটি ক্লিনিকগুলোর দিকেও নজর বাড়াতে হবে। সেই সঙ্গে হেলথ বাজেটিংয়ের সময় লক্ষ্য রাখতে হবে যেন সব ধরনের স্টেকহোল্ডার অন্তর্ভুক্ত থাকে। এনজিওগুলোর সক্ষমতাও বাড়াতে হবে যেন তারা সরকারের সঙ্গে কাজ করে যেতে পারে। কারণ সরকারের একার পক্ষে এই কাজগুলো করা সম্ভব নয়।’

তিনি জানান, উপকূলীয় এলাকায় পানির লবণাক্ততার কারণে নারীর যৌন ও প্রজনন স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ে। লবণ পানি ব্যবহারের কারণে মেনোরেজিয়া (অতিঋতুস্রাব) ও লিউকেরিয়া (সাদাস্রাব) এবং যোনী ও জরায়ুতে চুলকানি হয়। এর ফলে ঠিকভাবে যৌন সঙ্গম করতে না পারায় পুরুষরা বিয়ে বিচ্ছেদ ও বহুবিবাহ করেন যা নারীর সার্বিক অবস্থাকে আরও শোচনীয় করে তোলে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) ডাঃ উম্মে রুমান সিদ্দিকী, ইউএন উইমেনের প্রোগ্রাম অ্যানালিস্ট শ্রবণা দত্ত, ইউরোপীয় ইউনিয়নের টিম লিডার (ইনক্লুসিভ গভর্নেন্স ডেলিগেশন) ও ফার্স্ট সেক্রেটারি এনরিকো লরেনজো, বাংলাদেশে কানাডিয়ান হাইকমিশনের হেড অফ কোঅপারেশন জো গুডিংস।

অনুষ্ঠানের সভাপ্রধান মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘সহিংসতা প্রতিরোধে নানামুখী ব্যবস্থা প্রয়োজন। কারণ নারীর মাঝেও নানা ভাগ আছে। যেমন, ট্রান্সউইমেন আছেন, সেক্স ওয়ার্কার আছেন। প্রত্যেকের ক্ষেত্রে সহিংসতার ধরনে পার্থক্য থাকে। সব ধরনের সহিংসতাই প্রতিরোধ করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তেজনার মধ্যে আবারও চীনের সঙ্গে আলোচনা পাকিস্তানের

বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের দাবিতে উত্তাল লালমনিরহাট

চট্টগ্রামে নালায় পড়ে শিশুর মৃত্যু / চসিক-সিডিএর ‘গাফিলতি’ খুঁজতে মাঠে দুদক

স্কুল-কলেজে এডহক কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ

‘ভারত-পাকিস্তান চাইলে মধ্যস্থতা করবে বাংলাদেশ’

ভারতের উদ্দেশ্যে কাশ্মীরের স্বাধীনতাকামী জোটের বার্তা

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে আ.লীগ সংশ্লিষ্ট বইয়ে আগুন

বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

এয়ার টিকিটের সিন্ডিকেট নির্মূলে সরকারকে সহযোগিতা করছে আটাব

গ্রিড বিপর্যয়ের ঘটনা তদন্তে কমিটি

১০

বিএনপি কখনোই অস্ত্রের রাজনীতি বিশ্বাস করে না : অধ্যাপক ওবায়দুল ইসলাম

১১

গভর্নমেন্ট সিকিউরিটিজ ট্রেডিংয়ে পর পর তিনবার শীর্ষে ব্র্যাক ব্যাংক

১২

শিশুদের জন্য বিশ্বখ্যাত ‘The Little Gym’ এখন বাংলাদেশে

১৩

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশকেও পানি না দেওয়ার আহ্বান বিজেপি এমপির

১৪

মোহাম্মদপুর পাসপোর্ট অফিসের ১৪ দালাল আটক

১৫

এস আলমের আরও ১ হাজার বিঘা জমি জব্দ

১৬

পদ্মা নদী থেকে মাথাবিহীন মরদেহ উদ্ধার

১৭

দম্পতির গলায় ছুরি ধরে ১০ ভরি সোনা লুট

১৮

পুলিশের এসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৬৬

১৯

‘আ.লীগ পরিকল্পিতভাবে পূজামণ্ডপ ভেঙ্গে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে’

২০
X