ধর্মীয় সংখ্যালঘুসহ দেশের প্রতিটি নাগরিকের জান-মালের নিরাপত্তা বিধানে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য দায়িত্বরত ব্যক্তির প্রতি আহ্বান জানিয়েছে নারীপক্ষ।
সেই সঙ্গে দেশের সব এলাকার সচেতন জনগণকে এ আহ্বান জানানো হয়েছে। এই ধরনের ঘটনায় ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানো, প্রতিরোধ করার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) নারীপক্ষ কার্যালয়ের সামনে ‘আমাদের বাংলাদেশে শান্তি চাই। দল, মত, ধর্মভিত্তিক আক্রমণ, ধ্বংস ও লুটপাট বন্ধ হোক’ শীর্ষক ব্যানার নিয়ে একটি অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নারীপক্ষের সব সদস্য ও কর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা অংশগ্রহণ করেন। শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টায় একইভাবে নারীপক্ষ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।
ছাত্র জনতার এই বিজয়কে উদযাপনের নামে দেশব্যাপী একটি স্বার্থান্বেষী গোষ্ঠী জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট চালাচ্ছে। বিশেষ করে রাষ্ট্রীয় সম্পদের লুটপাট ও ধ্বংস, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর, মন্দির দোকান পাটে অগ্নিসংযোগ, লুটপাট, সাধারণ জনগণের বাড়িঘরে হামলা, ডাকাতিসহ হত্যার মতো ঘটনায় নারীপক্ষ উদ্বেগ জানিয়েছে।
মন্তব্য করুন