দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবেও ব্যবসার সুযোগ পাচ্ছেন নারী উদ্যোক্তারা। এটি তরুণ নারী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা। তরুণ নারী উদ্যোক্তারাই একদিন দেশের সুনাম বয়ে নিয়ে আসবে। তবে একজন নারী উদ্যোক্তা হওয়ার জন্য নিজের লক্ষ্য ও দক্ষতা শনাক্ত করা দরকার। সেসঙ্গে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলা। ব্যবসার পূর্ব পরিকল্পনা, দক্ষতা অর্জন এবং নেটওয়ার্কিং বাড়ানোর পাশাপাশি নিজের পরিচয় তৈরি করা।
শনিবার (১৩ জুলাই) রাজধানীর আগারগাঁও নারী মৈত্রীর প্রধান কার্যালয়ের প্রফেসর লতিফা আকন্দ মিটিং রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রী ও লেডিস অব লিবার্টি অ্যালায়েন্সের (ললা) আয়োজনে ‘স্পিকার সেশন অন এমপাওয়ারিং উইমেন এন্টারপ্রেনার্স ফর এন ইকুইটেবল সোসাইটি’ শীর্ষক এক বিশেষ সভায় এসব কথা বলেন বিশিষ্টজনরা।
নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলির সভাপতিত্বে অনুষ্ঠানে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগের যুগ্ম পরিচালক শাহরিয়ার নাসরিন ও জয়িতা ফাউন্ডেশনের সিনিয়র উদ্যোক্তা মোছা. ফারজানা নাজনিন শাম্মি এবং অনুষ্ঠানের বিষয়বস্তু উপস্থাপন করেন লোলা ঢাকা বাংলাদেশের চ্যাপ্টার লিডার জেড বি নিশাত।
শাহীন আকতার ডলি বলেন, আমাদের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য নারীদের উদ্যোক্তা সম্পর্কিত উদ্যোগ এবং নেতৃত্বের ভূমিকা অনুসরণ করতে অনুপ্রাণিত করা, উদ্যোক্তাদের চ্যালেঞ্জগুলো অতিক্রম করার জন্য ব্যবহারিক পরামর্শ এবং কৌশল প্রদান করা, পারস্পরিক সমর্থন এবং সহযোগিতার জন্য উচ্চাকাঙ্ক্ষী এবং প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তাদের মধ্যে সংযোগ সহজতর করা। একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনে তরুণ নারী উদ্যোক্তাদের পাশে সর্বদা থাকার আশ্বাস দেন তিনি।
ফারজানা নাজনিন শাম্মি বলেন, বর্তমান যুগে নারীরা কোনোভাবে পিছিয়ে নেই। পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে তারাও বিভিন্নভাবে সফলতা অর্জন করছে এবং এগিয়ে যাচ্ছে। একজন নারী উদ্যোক্তা হওয়ার অনেক উপায় আছে, যা সঠিকভাবে কাজে লাগাতে পারলে সফলতা নিশ্চিত।
তরুণ নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন নিয়ে এ বিশেষ আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও বিশেষ কর্মসূচি বিভাগের যুগ্ম পরিচালক শাহরিয়ার নাসরিন। তরুণ নারী উদ্যোক্তাদের অনুপ্রেরণায় তিনি বলেন, এই ডিজিটাল যুগে হাজার হাজার সম্ভাবনা নিয়ে বাংলাদেশে প্রতিনিয়ত তৈরি হচ্ছে এক একজন নারী উদ্যোক্তা। এর মাধ্যমে বৃদ্ধি পাচ্ছে নারীর ক্ষমতায়ন। দেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে নারী উদ্যোক্তারা বিশেষ জায়গা করে নিয়েছে। ফলে সরকার নারী উদ্যোক্তাদের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং তা বাস্তবায়ন করছে।
তিনি জানান, বাংলাদেশ ব্যাংকে ৩ হাজার কোটি টাকার তহবিল রয়েছে। যেখানে সুদ মাত্র ৫ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের নারী উদ্যোক্তা ইউনিটে নারী উদ্যোক্তারা তাদের সমস্যার কথা তুলে ধরতে পারবেন।
মন্তব্য করুন