শিশুদের আঁকা ছবি দিয়ে শিশু একাডেমির শেখ রাসেল আর্ট গ্যালারিতে শুরু হলো চিত্রকলা প্রদর্শনী। শনিবার (৬ জুলাই) বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত একাডেমির শিশুদের আঁকা ছবি নিয়ে চলমান দ্বিতীয় জাতীয় শিশু চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।
এসময় উপস্থিত ছিলেন- ইউনিসেফের সহায়তায় পরিচালিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসেলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসিসি) প্রকল্পের শিশু-কিশোর হাবের পথশিশুরা।
শিশুদের আঁকা ছবি দেখে সচিব নাজমা মোবারেক বলেন, শিশুদের কল্পনার জগৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে। শিশুদের সৃষ্টিশীল চিন্তার প্রতিফলন এই ছবিগুলো।
নাজমা মোবারেক শিশুদের আঁকা ছবির প্রশংসা এবং শিশু একাডেমির এই আয়োজনের সফলতা কামনা করেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা এবং যুগ্মসচিব এবং প্রকল্প পরিচালক এস এম লতিফ।
প্রদর্শনী চলবে ২০ জুলাই, প্রতিদিন সকাল ১০ টা থেকে ৫ টা পর্যন্ত।
মন্তব্য করুন