হাতে থাকা স্মার্টফোন পুরাতন হতেই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। পর্যান্ত চার্জ না থাকাসহ নানা ঝামেলায় পড়তে হয়। অনেকেই এসব সমস্যা এড়াতে ফোনের ব্যাটারি পরিবর্তন করে থাকেন। তবে টাকা খরচ না করে ঘরে বসেই পুরোনো স্মার্টফোনের কিছু সেটিংস বদলেই বাড়াতে পারেন হাতে থাকা স্মার্টফোনের গতি।
প্রথমেই ফোনের স্টোরেজ ফাঁকা করে নেন। দেখুন অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, ডকুমেন্ট তো রয়েছেই। যা জমে থাকে ক্যাশে। ফোনে কোনো অ্যাপ ব্যবহার করতেই ক্যাশ জমা হয় স্টোরেজে। যা নিয়মিত চেক করতে হবে। অপ্রয়োজনীয় হলে ডিলিট করে দেন। এতে ফোনের পারফরম্যান্স বাড়বে। ব্যাটারিও ভালো থাকবে।
প্রায়ই স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করা হয়। যা পরবর্তীতে কাজে আসে না। এক ঝলক দেখে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করে দিতে পারেন। এতে ফোনের যে প্রসেসর ও অপারেটিং সিস্টেম রয়েছে তা ভালো থাকবে এবং দ্রুত কাজ করতে শুরু করবে।
নানা প্রয়োজনে ব্যবহার করা অধিকাংশ অ্যাপে দুটি ভার্সন থাকে। এরমধ্যে লাইট ভার্সন ব্যবহার করতে পারেন। যা কম স্টোরেজ নেয় এবং কম ক্যাশ তৈরি করে। বিশেষ করে যারা নিয়মিত ফেসবুক ব্যবহার করেন, পোস্ট করেন তারা লাইট ভার্সন ব্যবহার করতে পারেন। এতে ডিভাইসের ওপর চাপ কম পড়বে এবং অপারেটিং সিস্টেম ও ব্যাটারি ভালোভাবে কাজ করবে।
দীর্ঘদিন ব্যবহারের পর যদি দেখেন আপনার হাতে থাকা স্মার্টফোন স্লো হয়ে গেছে। তাহলে এখনই সেটিংস অপশনে গিয়ে ‘এবাউট’ অপশনে ট্যাপ করুন। সেখানে যদি ফোনের সফটওয়্যার আপডেট পেন্ডিং থাকে তাহলে সেটি দ্রুত আপডেট করে নিন।
ওপরের চারটি সেটিংস করেও যদি কাঙ্ক্ষিত পারফরমেন্স না পান তবে এ সেটিংসটি আপনার জন্য। করে নিন ফ্যাক্টরি রিসেট। যা সচরাচর না করাই ভালো। কারণ এ সেটিংসটি ফোনের সব ডেটা মুছে দেয়। তাই এই সেটিংসটি করার আগে দরকারি ডেটা অন্য ফোনে ব্যাকআপ করে নিন।
মন্তব্য করুন