মানুষের দৈনন্দিন জীবন স্মার্টফোন হয়ে উঠেছে একটি অবিচ্ছেদ অংশ। স্মার্টফোনে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করেন অনেকেই। তবে অনেক সময় ইনস্টল করা অ্যাপ হোম স্ক্রিনে খুঁজে পাওয়া যায় না, যা জরুরি কাজের সময়ে বিরক্তিকর হয়ে ওঠে। সাধারণত, অ্যাপ হাইড করে রাখলে এ ধরনের সমস্যা দেখা দেয়। তবে চাইলেই এ সমস্যার সমাধান করা যায়। ফোনে ইনস্টল করা অ্যাপ পুনরায় হোম স্ক্রিনে কিভাবে ফেরত আনা যায় সে পদ্ধতি দেখে নেয়া যাক।
ইনস্টল করা অ্যাপ খুঁজে পেতে
প্রয়োজনীয় অ্যাপ ইনস্টল করেছেন, কিন্তু কাজের সময় খুঁজে পেলে প্রথমে স্মার্টফোনের সেটিংসে যেতে হবে। এরপর নিচে স্ক্রল করে হোম স্ক্রিনে চেপে পরের পৃষ্ঠায় যেতে হবে। সেখানে পাওয়া অপশন থেকে ‘হাইড অ্যাপস অন হোম অ্যান্ড অ্যাপস স্ক্রিন’ অপশন নির্বাচন করতে হবে। এবার ফোনে ইনস্টল করা সব অ্যাপ দেখা যাবে। ইনস্টল করা অ্যাপ যেগুলো হাইড আছে সেগুলো হিডেন অ্যাপস অপশনে দেখা যাবে।
ইনস্টলকৃত অ্যাপ হোমস্ক্রিনে আনবেন যেভাবে
হিডেন অ্যাপস অপশন থেকে ইনস্টল করা অ্যাপস ফেরাতে সেই অ্যাপসের নিচে, অ্যাপ আইকনের ওপরের বাঁ দিকে থাকা ‘মাইনাস’ আইকনে ট্যাপ করলেই হবে। এতে অ্যাপটি পুনরায় হোমস্ক্রিনে দেখা যাবে।
মন্তব্য করুন