প্রায় ১৫ ঘণ্টা বন্ধ থাকার পর সচল হয়েছে ডট বিডি ডোমেইন। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) নিয়ন্ত্রণাধীন ডট বিডি ওয়েব ডোমেইন এর কারিগরি ত্রুটির অবসান হয়েছে বলে রাত ১১ টার দিকে কালবেলাকে নিশ্চিত করেছেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ। এ সময় একাধিক ডট বিডি ডোমেইনের ওয়েবসাইটে গিয়ে সেগুলো সচল দেখা যায়।
এর আগে বুধবার সকাল ৮টা ৪০ মিনিট থেকে এই ডোমেইনের আওতাধীন বিভিন্ন সরকারি বেসরকারি ওয়েবসাইট ব্যবহারে বিঘ্নতা দেখা দেয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসিএল জানিয়েছিল, বিটিসিএল এর .bd ডোমেইন সার্ভিস আজ সকাল ৮টা ৪০মিনিট থেকে কারিগরি ত্রুটির কারণে বন্ধ আছে। তবে .বাংলা ডোমেইন সার্ভিস যথারীতি চালু আছে। ত্রুটি নিরসনের জন্য কারিগরি টিম কাজ করছে। আশা করা যায় সার্ভিসটি খুব দ্রুতই চালু করা সম্ভব হবে।
মন্তব্য করুন