কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৮ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ইলন মাস্ককে চিঠি পাঠালেন ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং স্পেসএক্স, টেসলা ও এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ছবি : সংগৃহীত।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং স্পেসএক্স, টেসলা ও এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। ছবি : সংগৃহীত।

স্পেসএক্সের প্রধান নির্বাহী ও শীর্ষ মার্কিন উদ্যোক্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে দেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, তার বাংলাদেশ সফরের মাধ্যমে তিনি এখানকার তরুণ-তরুণীদের সঙ্গে সরাসরি পরিচিত হতে পারবেন, যারা এই অত্যাধুনিক প্রযুক্তির মূল সুবিধাভোগী হবে।

চিঠিতে প্রধান উপদেষ্টা লেখেন, একসাথে কাজ করে আমাদের পারস্পরিক ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করি।

এতে আরও বলা হয়, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ যুক্ত হলে তা দেশের উদ্যোক্তা যুবসমাজ, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে গ্রামীণ নারীদের জন্য বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে।

দেশে দ্রুত স্টারলিংকের পরিসেবা চালুর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার বিশেষ প্রতিনিধি (রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত) ড. খলিলুর রহমানকে মাস্কের প্রতিনিধিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দায়িত্ব দিয়েছেন। যাতে আগামী ৯০ কর্মদিবসের মধ্যে সেবা চালু করা সম্ভব হয়।

এর আগে, ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং স্পেসএক্স, টেসলা ও এক্স-এর প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মধ্যে দীর্ঘ টেলিফোন আলোচনা হয়। এতে স্টারলিংক ইন্টারনেট সেবা চালুর বিষয়ে অগ্রগতি ও ভবিষ্যৎ সহযোগিতার দিক নিয়ে আলোচনা হয়।

উল্লেখ্য, স্টারলিংক হলো স্পেসএক্সের একটি স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট পরিসেবা, যা বিশ্বের দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সংযোগ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ করছে। এটি লো-আর্থ অরবিটে (এলইও) হাজারো ক্ষুদ্র স্যাটেলাইট স্থাপন করে বিশ্বব্যাপী ইন্টারনেট কাভারেজ নিশ্চিত করতে চায়। স্টারলিংকের মাধ্যমে দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ পাওয়া সম্ভব, বিশেষ করে যেখানে প্রচলিত ব্রডব্যান্ড সুবিধা সীমিত বা অনুপস্থিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘কোয়ালিটি ভালো না হওয়ায় প্রশিক্ষণরত ৬ এএসপি বাদ পড়েছেন’

পদত্যাগ করেছেন কিনা জানালেন নাহিদ

অস্ট্রেলিয়ায় ভাষাশহীদদের আত্মত্যাগ স্মরণে বিএনপির বিশেষ দোয়া

বইমেলায় প্রকাশিত হয়েছে সাজেদুল ইসলামের উপন্যাস ‘জলকপোত’

জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যড়যন্ত্র হচ্ছে : আমিনুল হক

ফ্যাসিস্ট সরকার আমাকে ফাঁসির রায় দিয়েছিল : পিন্টু

সেনাদের এক বছর শরণার্থী শিবিরে থাকার নির্দেশ ইসরায়েলের

অবশেষে সোনার দাম কমল 

জলদস্যুদের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হ‌বে : ফ‌রিদা আখতার

খুলনা মহানগর বিএনপির সম্মেলন / ৪৭ বছরের মধ্যে প্রথমবার ভোটে নির্বাচিত হবে নগর কমিটি

১০

সিগারেট বিক্রেতার সংখ্যা নিয়ে তামাক কোম্পানিগুলোর মিথ্যাচার, সত্য উদ্ঘাটন

১১

‘জলবায়ু সুরক্ষায়, সরকারের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকাও গুরুত্বপূর্ণ’

১২

ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮৫ জন

১৩

ভাটি বাংলার বরপুত্র বাবরকে পথে পথে সংবর্ধনা

১৪

‘সংস্কার প্রস্তাবে প্রধানমন্ত্রীর জবাবদিহি নিশ্চিতের প্রবিধান সংযুক্ত করা হবে’

১৫

গুলিবিদ্ধ অভিনেতা আজাদকে নিয়ে যা বললেন সহকর্মীরা

১৬

উৎসবের আমেজে শেষ হলো কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট

১৭

‘দাবি আদায়ে সহিংসতা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হয়ে দাঁড়িয়েছে’

১৮

থমকে আছে মেয়র জামাল মোল্লার দুর্নীতির তদন্ত

১৯

‘যারা নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিয়েছিল তাদের ক্ষমা নেই’

২০
X