প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমানে পেছনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তবে আগামীতে তিনি সামনে থেকেই নেতৃত্ব দেবেন। সজীব ওয়াজেদ জয়ের ৫৩ তম জন্মবার্ষিকীতে তাকে নিয়ে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
অন্যদিকে সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের নতুন স্বপ্ন দেখিয়েছেন বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
বৃহস্পতিবার (২৭ জুলাই) সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে আইসিটি বিভাগ এক বিশেষ সেমিনারের আয়োজন করে। এতে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।
আরও পড়ুন: আর্থিক খাতে সেরা ৩ উদ্ভাবন পেল কোটি টাকা পুরস্কার
এসময় মোস্তাফা জব্বার বলেন, ১৯৯৬ সালের মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কম্পিউটার পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক যে কমিয়ে আনে, সেই সিদ্ধান্তের পেছনে সজীব ওয়াজেদ জয়ের অবদান আছে। সেসময় এই সিদ্ধান্ত নেওয়ার আগে জয়ের সাথে পরামর্শ করেছিলেন প্রধানমন্ত্রী। বর্তমানেও যদি আমরা কোন প্রতিবন্ধকতার মুখোমুখি হই তাহলে পরামর্শ নেই সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে। বাংলাদেশের উত্থানের বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু, তার চারা থেকে বেড়ে ওঠা হয়েছে সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে, প্রধানমন্ত্রীর হাত ধরে। আজ তিনি পেছনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। তবে আগামীতে তাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে।
সেমিনারে আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ অর্জনে আগামী ১৮ বছরে কী কী কাজ করবো, সেটার উদযাপনেই আজ আমরা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করছি। ডিজিটাল বাংলাদেশের একজন স্থপতি হিসেবে সজীব ওয়াজেদ জয় আমাদেরকে একটার পর একটা স্তম্ভের ওপর দাড় করিয়েছেন। ডিজিটাল বাংলাদেশের নতুন স্বপ্ন, নতুন আশা যিনি আমাদের দেখিয়েছেন, আজ তারই জন্মদিন। একটি দেশকে কিভাবে মাত্র ১৪ বছরে ডিজিটাল করা যায়, সেটি দেখিয়েছেন সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ এবং জয় এই শব্দ দুটো একীভূত হয়ে গেছে। বাংলাদেশের বেড়ে ওঠা আর তার বেড়ে ওঠা একই সূত্রে গাঁথা। কিন্তু মাত্র ৪ বছরের শিশু জয়কে নিরাপত্তাহীনতার মাঝে বেড়ে উঠতে হয়েছে। তার শৈশব অনিশ্চয়তায় কেটেছে। অথচ তিনি ১৪ বছর আগেই আমাদের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের দিকনির্দেশনা দিয়েছেন যার বাস্তব রূপ আজ আমরা দেখছি।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন, আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ সহ আইসিটি খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোচনা পর্ব শেষে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ প্রকাশনা গ্রন্থ উন্মোচন এবং কেক কাটার মধ্যে দিয়ে সেমিনার শেষ হয়।
মন্তব্য করুন