স্যামসাং গ্যালাক্সি সিরিজের ফোন ব্যবহারকারীদের জন্য ভারত সরকার অতিরিক্ত নিরাপত্তা সতর্কতা জারি করেছে। ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (সিইআরটি-ইন) এর নিরাপত্তা উপদেষ্টা লাখ লাখ স্যামসাং গ্যালাক্সি ফোনের একাধিক দুর্বলতার তথ্য সামনে এনেছে, যা নতুন এবং পুরাতন উভয় মডেলই ঝুঁকিতে রয়েছে।
গত ১৩ ডিসেম্বর জারি হওয়া সতর্কবার্তায় নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে ‘উচ্চ-ঝুঁকি’ হিসেবে শ্রেণিবদ্ধ করে বিদ্যমান স্যামসাং ব্যবহারকারীদের ফোনের অপারেটিং সিস্টেম বা ফার্মওয়্যার অবিলম্বে হালনাগাদ করার ওপর জোর দেওয়া হয়।
সিইআরটি বলেছে, স্যামসাং ডিভাইসে একাধিক দুর্বলতা পাওয়া গেছে, যা একজন আক্রমণকারীকে কার্যকরী সুরক্ষা বিধিনিষেধ বাইপাস করতে সংবেদনশীল তথ্যে প্রবেশ করতে এবং লক্ষ্যযুক্ত সিস্টেমে নির্বিচারে কোড চালানোর অনুমতি দিতে পারে।
প্রতিবেদন অনুসারে, এই হুমকির জন্য সংবেদনশীল সফ্টওয়্যারটির মধ্যে রয়েছে স্যামসাং মোবাইল অ্যান্ড্রয়েড সংস্করণ ১১ থেকে ১৪।
বিজ্ঞপ্তিতে ওই দুর্বলতাগুলোকে ডিভাইসের নিরাপত্তা দেয়ালের দুর্বল দাগ হিসেবে বলা হয়। একজন সাইবার আক্রমণকারীর মাধ্যমে ফোনের গোপন কোড (সিম পিন) চুরি করে পুরো সিস্টেম হাতিয়ে নিতে পারে। ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে পুতুলের মতো ফোন নিয়ন্ত্রণ করতে পারবে।
স্যামসাং গ্যালাক্সি ফোনের ব্যবহারকারীরা ডিভাইসের অপারেটিং সিস্টেম (ওএস) এবং ফার্মওয়্যার আপডেট না করলে মডেলগুলো ঝুঁকিপূর্ণ থেকে যাবে। ব্যবহারকারীদের যত তাড়াতাড়ি সম্ভব ফোন আপডেট করে নিতে বলা হয়েছে।
মন্তব্য করুন