বর্তমানে পৃথিবীজুড়ে জনপ্রিয়তার শীর্ষে আছে মেটার হোয়াটসঅ্যাপ। এবার ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার এনেছে মেটার এ অ্যাপটি। দরকারি চ্যাট খোঁজার পথ আরও সহজ হচ্ছে। প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট অ্যান্ড্রয়েট অথরিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই অ্যাপের মেসেঞ্জার হলো একটি আন্তর্জাতিকভাবে উপলব্ধ ফ্রিওয়্যার, ক্রস-প্ল্যাটফর্ম, সেন্ট্রালাইজড ইন্সট্যান্ট মেসেজিং এবং ভয়েস-ওভার-আইপি পরিষেবা। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস এবং ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যবহারকারীর অবস্থান এবং অন্যান্য শেয়ার করতে দেয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, হোয়াটসঅ্যাপ কিছুদিন আগে চ্যাট ফিল্টার ফিচার চালু করেছিল। যা দিয়ে দ্রুত গ্রুপ, অপরিচিত এবং প্রিয় চ্যাটগুলোতে ফিল্টার করা যায়। এখন প্ল্যাটফর্মটি কাস্টম ফিল্টার চালু করেছে এবং ফিচারটির নামও পরিবর্তন করেছে। এর মাধ্যমে চ্যাটগুলো তালিকার করে কাস্টম করা যাবে। যেমন- প্রিয় ব্যক্তিদের নিয়ে একটি কাস্টম ফিল্টার, অফিসের কাজের জন্য প্রয়োজনীয় ব্যক্তিদের নিয়ে অথবা গ্রুপ করে আলাদা চ্যাট ফিল্টার তৈরি করা যাবে।
এদিকে হোয়াটসঅ্যাপ মেটা জানিয়েছে, কাস্টম লিস্ট ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বিশেষ করে যাদের অনেকগুলো চ্যাট থাকে তারা এই ফিচারটি স্বাচ্ছন্দ্য ব্যবহার করবে।
মন্তব্য করুন