রোববার মোবাইলে ইন্টারনেট সংযোগ ফিরলেও মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক যথারীতি বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ রোববার (২৮ জুলাই) রাজধানীর বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কবে বাংলাদেশে সবার জন্য চালু হবে জানতে চাওয়া হলে প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়টি ফেসবুক, টিকটক কর্তৃপক্ষ বলতে পারবে। তারা বাংলাদেশের সংবিধান, আইন মানবে কি না এবং নিজেদের যে গাইডলাইন আছে, সেটা সঠিকভাবে মেনে চলবে কি না।
বাংলাদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিঠি পাঠানো বিষয়ে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষ বাংলাদেশে তাদের দায়িত্বশীল কর্মকাণ্ড সম্পর্কে যদি ব্যাখ্যা দিয়ে যায়, তখন বাংলাদেশ সরকার চালুর বিষয়ে সিদ্ধান্তে গ্রহণ করবে।
এর আগে প্রতিমন্ত্রী পলক ২৩ জুলাই সাংবাদিকদের জানিয়েছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়টি এখনো আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে অ্যালাউ (অনুমোদন) করতে পারব।
মন্তব্য করুন