কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

সৌজন্য ছবি
সৌজন্য ছবি

আমেরিকান ডিজিটাল ব্যাংকিং সেবা ‘প্রিয় পে’র মাধ্যমে ফ্রিল্যান্সাররা খুব সহজেই এখন দেশে টাকা আনতে পারছেন। আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মের তুলনায় চার্জ কম হওয়ার এর জনপ্রিয়তা বাড়ছে দেশের ফ্রিল্যান্সারদের মাঝে।

প্রিয় পে সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) জাকারিয়া স্বপন বলেন, বাংলাদেশি প্রবাসীরা দেশে টাকা পাঠাতে বা ফ্রিল্যান্সাররা টাকা আনতে অনেক সমস্যার মুখোমুখি হন। আমরা সেসব সমস্যার সমাধানে কাজ করছি। বাংলাদেশিদের জন্য নিয়ে এসেছি ডিজিটাল ব্যাংকিং সেবা। শুরুতে এটা আমেরিকায় চালু হলেও এখন বাংলাদেশেও চালু করা হয়েছে। এটি পুরোপুরি আমেরিকান ব্যাংকিং ব্যবস্থা এবং এর মাধ্যমে খুব সহজেই ফ্রিল্যান্সররা দেশে টাকা আনতে ও প্রবাসীরা দেশে টাকা পাঠাতে পারবেন। পেওনিয়ার বা অন্যান্য যেকোনো অনলাইন প্ল্যাটফর্মের চেয়ে এর ব্যবহার অনেক সহজ এবং খরচও কম।

তিনি বলেন, প্রিয় পে’র চাহিদা দেশের ফ্রিল্যান্সারদের মধ্যে বাড়ছে। প্রতিদিন তারা আমাদের প্ল্যাটফর্মে সাইনআপ করছেন। আমরাও তাদের সমস্যাগুলোর কথা শুনছি এবং এসব সমাধানে কাজ করছি।

শিগগিরই প্রিয় পে থেকে বাংলাদেশে রিয়েল টাইম টাকা উইথড্র করা যাবে জানিয়ে জাকারিয়া স্বপন বলেন, আমরা এখন রিয়েল টাইম উইথড্র’র ট্রায়াল করছি। ট্রায়ালে স্মুথলি ডলার থেকে কনভার্ট হয়ে টাকা ঢুকছে গ্রাহকদের ওয়ালেটে। গ্রাহকরা এতে খুবই খুশি।

প্রবাসী বাংলাদেশিদেরকে নিজ মাতৃভূমির সঙ্গে যুক্ত করতে প্রিয়.কম আমেরিকায় চালু করে প্রিয়-পে ডিজিটাল ব্যাংকিং সেবা। ২০২২ সালের জুলাইয়ে এর কাজ শুরু হয় এবং ২০২৩ সালের জুলাইতে পুরোপুরি ডিজিটাল ব্যাংকিং সেবা চালু হয়। এরই ধারাবাহিকতায় ফ্রিল্যান্সারদের সমস্যা সমাধানে চলতি বছরের অক্টোবরে বাংলাদেশেও প্রিয় পে ব্যাংকিং সেবা চালু হয়। ফলে এখন যেকোনো বাংলাদেশি প্রিয় পে অ্যাকাউন্ট খুলতে পারছেন।

‘প্রিয় পে’র মাধ্যমে গ্রাহকরা দুইটি আমেরিকান ব্যাংক অ্যাকাউন্ট পাচ্ছেন। এতে আমেরিকার যেকোনো ব্যাংক এবং আপওয়ার্ক, অ্যামাজনসহ বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ডলার বা পেমেন্ট গ্রহণ করা যাচ্ছে। অ্যাকাউন্ট খুললেই গ্রাহকরা পাচ্ছেন ১০টি ভার্চুয়াল ডেবিট মাস্টারকার্ড একদম ফ্রি। নভেম্বর মাস থেকে ফিজিক্যাল প্রিয় মাস্টারকার্ড অর্ডার করা যাচ্ছে। এর মাধ্যমে ফেসবুক বুস্ট করা, গুগল অ্যাডস রান করা, অ্যামাজন, নেটফ্লিক্সে পেমেন্ট করা যায় সহজেই। আমেরিকান এই ডিজিটাল ব্যাংকিং সেবা পেতে হলে একজন গ্রাহককে প্রতি মাসে দুই ডলার করে বছরে মোট ২৪ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হয়। তবে শুরু থেকেই মাসে ১ ডলার করে বছরে ১২ ডলারে সাবস্ক্রিপশন করতে পারছেন গ্রাহকরা। অন্যদিকে ডিসেম্বর মাসে নতুন একটি অফার চালু করেছে প্রিয় পে। দুই মাসের জন্য সাবস্ক্রিপশনের সুযোগ রয়েছে এবং যারা সাবস্ক্রিপশন করবেন, তাদের মধ্যে একজনকে আইফোন ১৫ গিফট দেওয়া হবে। এক্ষেত্রে সাবস্ক্রিপশনকারীদের মধ্যে লাইভ লটারির মাধ্যমে একজনকে নির্বাচিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মুডির প্রতিবেদনে জুলাইয়ের অভ্যুত্থানের পর অর্থনৈতিক অগ্রগতির প্রতিফলন নেই’

সব টেলিভিশনে ‘জুলাই অনির্বাণ’ ভিডিওচিত্র প্রচারের নির্দেশ

‘বিপ্লব-পরবর্তী দেশকে এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই’

ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে : আহমদ আবদুল

ম্যানেজার নেবে বিকাশ, থাকছে না বয়সসীমা

জলবায়ু সম্মেলন / স্বল্পোন্নত দেশগুলোকে ২০০ বিলিয়ন ডলার বরাদ্দে ইইউর সমর্থন চাইল বাংলাদেশ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৩ নেতাকর্মী আহত

মালয়েশিয়ায় অবৈধ বসবাস, বাংলাদেশির জেল

শহীদ জিয়া প্রথম বৈষম্যের শিকার : ডা. জাহিদ

ভিয়েতনামে বাংলাদেশিদের জন্য ‘ই-পাসপোর্ট’ সেবা চালু

১০

‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’

১১

নির্বাচনে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি হিন্দু মহাজোটের

১২

‘তুমি বাড়ি যাও, আমি আসছি’ স্ত্রীকে শেষ কথা শহীদ জামালের

১৩

গুরুতর অসুস্থ পরিচালক শাহ আলম মণ্ডল

১৪

ভারতবিরোধিতা প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন জামায়াত আমির

১৫

‘ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা’- বিএনপির চার নেতা বহিষ্কার

১৬

ঠিকাদারকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

১৭

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

১৮

টিসিবি কাণ্ডে বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যের ওপর হামলা

১৯

ছাত্র রাজনীতির সংস্কার চান শিক্ষার্থীরা

২০
X