সাধারণত মানুষ লেখালেখি করে নিজের তাড়নায়। কেউ লেখেন সামাজিক দায়বদ্ধতা থেকে, আবার কেউ লেখেন শুধুই মনের আনন্দের জন্য। অনেকে আবার লেখেন মানুষকে শেখানোর উদ্দেশ্যে। তেমনি কম্পিউটারের হার্ডওয়ারসংক্রান্ত সমস্যা সমাধানে সুমন আহমেদ লিখেছেন ‘Computer Hardware Solution A to Z’-নামে একটি বই।
মঙ্গলবার (২৬ সে মার্চ) মহান স্বাধীনতা দিবসে বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
কম্পিউটার হার্ডওয়ার ইঞ্জিনিয়ার সুমন আহমেদ তার ১০ বছরের কাজের অভিজ্ঞতা থেকে বইটি রচনা করেছেন। বইটিতে কম্পিউটার হার্ডওয়ারের যাবতীয় সমস্যা নিয়ে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে।
সুমন আহমেদ বলেন, বইটি সবার জন্য। কম্পিউটার শিক্ষার্থী থেকে শুরু করে যারা কম্পিউটার ব্যবহার করছেন। এই বইটিতে কম্পিউটার হার্ডওয়ার সম্পর্কে চিত্রসহকারে আলোচনা করা হয়েছে। কম্পিউটারের প্রতিটি পার্টস নিয়ে আলাদা আলাদা ধারণা দেওয়া হয়েছে।
বইটি ঢাকার মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটির ২২২ নম্বর দোকানে পাওয়া যাবে। এ ছাড়া ০১৭৯২ ৫৪৭ ৫৩৯ মোবাইল নম্বরে কল করেও বইটির বুকিং দেওয়া যাবে।
মন্তব্য করুন