তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন আইসিটি অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের দপ্তরপ্রধানদের পদবির নাম পরিবর্তন করেছে আইসিটি অধিদপ্তর।
সোমবার (১২ আগস্ট) আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে পদবির নতুন নাম নির্ধারিত হয়।
এতে বলা হয়েছে, জেলাপর্যায়ের অফিসপ্রধানদের পদবির নাম ‘প্রোগ্রামার’ থেকে পরিবর্তন করে ‘জেলা আইসিটি অফিসার’ এবং উপজেলাপর্যায়ের অফিসপ্রধানদের পদবির নাম ‘সহকারী প্রোগ্রামার’ থেকে পরিবর্তন করে ‘উপজেলা আইসিটি অফিসার’ নির্ধারণ করা হয়েছে।
ওই কর্মকর্তাদের পদবি তাদের কাজের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এবং পদের পরিচিতি বোধগম্য না হওয়ায় জনগণকে কাঙ্ক্ষিত সেবা প্রদান ব্যাহত হচ্ছে। তবে প্রধান কার্যালয় এবং অন্যান্য সরকারি দপ্তরে সংযুক্ত বা প্রেষণে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের মূল পদবি অর্থাৎ ‘প্রোগ্রামার/সহকারী প্রোগ্রামার’ অপরিবর্তিত থাকবে।
মন্তব্য করুন